বিপন্ন জীবন 3
কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করি
হাজার বছরের জমানো যন্তনা ,
জানি না বৃষ্টি নামবে কিনা !
ঋদয়ে জমে আছে মেঘ আর
ধূলিকণা !
এক এক সময় মনে হয়
কোথায় আছি ????????
বডি ওইলের যা দাম !শান্তি
তে নবেল পাওয়া নবেল লেডী
মাখবেন অসহায় এর বুকের
রক্ত হাজার ;
আচ্ছা আমাদের সকলের মা
মাদার তেরেসা ,তাঁর সন্তান
কে বিজন অরন্নে অন্ধকারচ্ছণ্ণ
রজনীতে একাকি দেখে তাঁর প্রভু
কে কি বলবেন ,দেখেছ তোমার
সন্তানদের !অশান্তির কান্ডারির
হাতে দিচ্ছে তুলে শান্তির উপহার !
হাজার বছরের জমানো যন্তনা ,
জানি না বৃষ্টি নামবে কিনা !
ঋদয়ে জমে আছে মেঘ আর
ধূলিকণা !
এক এক সময় মনে হয়
কোথায় আছি ????????
বডি ওইলের যা দাম !শান্তি
তে নবেল পাওয়া নবেল লেডী
মাখবেন অসহায় এর বুকের
রক্ত হাজার ;
আচ্ছা আমাদের সকলের মা
মাদার তেরেসা ,তাঁর সন্তান
কে বিজন অরন্নে অন্ধকারচ্ছণ্ণ
রজনীতে একাকি দেখে তাঁর প্রভু
কে কি বলবেন ,দেখেছ তোমার
সন্তানদের !অশান্তির কান্ডারির
হাতে দিচ্ছে তুলে শান্তির উপহার !
Very nice....keep it up
উত্তরমুছুনথংক্স ভাই
মুছুন