বিপন্ন জীবন 3

কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করি
হাজার বছরের জমানো যন্তনা ,
জানি না বৃষ্টি নামবে কিনা !
ঋদয়ে জমে আছে মেঘ আর
ধূলিকণা !

এক এক সময় মনে হয়
কোথায় আছি ????????
বডি ওইলের যা দাম !শান্তি
তে নবেল পাওয়া নবেল লেডী
মাখবেন অসহায় এর বুকের
রক্ত হাজার ;
আচ্ছা আমাদের সকলের মা
মাদার তেরেসা ,তাঁর সন্তান
কে বিজন অর৉ন্নে অন্ধকারচ্ছণ্ণ
রজনীতে একাকি দেখে তাঁর প্রভু
কে কি বলবেন ,দেখেছ তোমার
সন্তানদের !অশান্তির কান্ডারির
হাতে দিচ্ছে তুলে শান্তির উপহার !



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।