পোস্টগুলি

করোনা যুদ্ধ । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বারাসাতে এক সপ্তাহে দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি । একজনের মৃত্যু হয়েছে , অন্যজন বাঁচার জন্য লড়ছেন ।

ছবি
গত সপ্তাহে হৃদরোগে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক প্রৌঢ়ার। বারাসতের ওই বাসিন্দা হৃদযন্ত্রের সমস্যা ছিল । তাঁর স্বজন পরিজনরা তাঁকে  রুবি মোড়ের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন । সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন , মৃত বৃদ্ধা করোনা  পজিটিভ ছিলেন ওই । মৃত্যুর পর তাঁর সংস্পর্শে  আসা মেয়ে, জামাই, এক পরিচারিকা -সহ বাকি আত্মীয়দের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে সূত্রের  বলে খবর। এক সপ্তাহের অতিক্রান্ত হয়নি । এদিন অশোকনগরে ধরা পড়ল আরও এক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ । ওই ব্যক্তির বাড়ি হাবড়া দুই নম্বর পঞ্চায়েতের কুটিয়া গ্রামে । কেন্দ্র সরকারে অস্থায়ী কর্মচারী ওই ব্যক্তি গত চারদিন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন । তাঁর রিপোর্ট পজিটিভ আসায় ডাক্তার এবং সেবাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ওই ব্যক্তিকে বারাসাত করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় সংসদ অশোকনগর বাসিকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন । 

অশোকনগরে এক বৃদ্ধের শরীরে ধরা পড়ল করোনা ।এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ । নোঙর আপডেট ।

ছবি
সারা বিশ্ব এখন করোনার  ভয়াবহ আবহের মধ্যে সময় অতিক্রম করছে । বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল যেন থামছেই  না ।  চীনের উহান শহর থেকে এই মরণ ভাইরাস করোনা  ছড়ালেও তা শুধুমাত্র চিনেই সীমাবদ্ধ থাকেনি ।  ইউরোপের রাষ্ট্রগুলোতে এবং আমেরিকায় ভয়াবহ আকার নিয়েছে । এই ভয়াবহতা থেকে রক্ষা নেই  আমাদেরও ।   ভারত বর্ষে দিনকে দিন বাড়ছে করোনা  আক্রান্তের সংখ্যা । আতঙ্কে জীবন যাপন করছে সমস্ত দেশবাসী । লকডাউনে বন্দি হয়ে রয়েছে আমাদের জীবন ।  আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থা গুরুতর হতে চলেছে । প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।  লকডাউন করেও সামলানো যাচ্ছে না পরিস্থিতি । বারাসাত আমাদের রাজ্যের অন্যতম একটি মহাকুমার শহর ।  এখানেও লকডাউন সঠিকভাবে পালনের  জন্য প্রশাসন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে কাজ করছে । ড্রোন  দ্বারা নজরদারি করা হচ্ছে । লকডাউন উপেক্ষা করার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে ১৭৬ জন বারাসাত বাসীকে। এদিকে এক আতঙ্কের খবর পাওয়া গেছে অশোকনগর থেকে । হাবড়ার দুই নম্বর ব্লকের কুটিয়া গ্রামের এক ৫৩ বছর বয়সী বৃদ্ধর শরীরে করো...