পোস্টগুলি

বিভূতিময় আবেশ । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষ প্রকৃতি এবং ঈশ্বর বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ত্রিবিধ আশ্রয় । আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
শরৎ পরবর্তী বাংলা কথা সাহিত্যের যুগপুরুষ , তাঁর যুগের অন্যতম কথাকার বিভূতিভূষণ বন্দোপাধ্যায় । বাংলা সাহিত্যের এক উজ্জ্বল তারকা তিনি । তাঁর স্বহৃদয় বীণা নিজস্ব গতিতে বহমান , যা বাংলা সাহিত্য দিয়েছে , এক স্বতন্ত্র প্রবাহ । তারাশঙ্কর বন্দোপাধ্যায় , মানিক বন্দোপাধ্যায়ের মতই এক স্বতন্ত্র ধারা সৃস্টিতে প্রবলভাবে সফল হলেন বিভূতি , তার নেপথ্যে রয়েছে , তাঁর অনুভবমুখর মনন , প্রকৃতিকে তিনি দুচোখ ভরে ভোগ করেছেন । গণমানবের জীবনের সুখ দুঃখ লেপনের সাথে সাথে তাঁর প্রকৃতিক বর্ণনা ভীষণ রকম জীবন্ত  । ' অরণ্যক ' উপন্যসের কথা পাঠক নিশ্চয় বিস্মৃত হননি । ওই উপন্যাসে ভানুমতি , রাজু পাঁড়ে দের সাথে প্রকৃতিকও এক অনন্য চরিত্র হিসাবে উঠে এসেছিল । এবার একটু , চাঁদের পাহাড়ের প্রসঙ্গ টানি ।  উপন্যাসটি বাংলা সাহিত্য , সাথে বিশ্বসাহিত্যের অনন্য সংযোজন , এ বিষয়ে আশাকরি কেউ দ্বিমত হবেন না । পাঠক , আমার বিশ্বাস আপনারা প্রায় সকলেই পড়েছেন এই অমর লাজবাব উপন্যাসখানি , এইবার একটু ভাবুন , শংকরের ভয়ঙ্কর রোমাঞ্চময় অভিযানের সঙ্গে আমাজনের কি অপূর্ব বর্ণনা শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দোপাধ্যায় দিয়েছেন । শুনলে অবাক হও...