ডাক্তারবাবুগণ এবার রোগীদের আরও একটু বেশি যত্ন নিন। এ বিষয়ে লিখেছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।
পৃথিবীর মহৎ পেশা মানব সেবা ।' জীবে প্রেম করে যেজন , সেই সেবিছে ঈশ্বর , ' স্বামী বিবেকানন্দের এই অময়বাণী আজও হৃদয়পটে চিত্রিত হয় । জীব সেবায় তো শিবসেবা , কেননা ঈশ্বরের বাস তো মানবের শরীরেই , মন্দির কিম্বা মসজিদে কি ঈশ্বরকে পাওয়া যায় ? মানব সেবার মহৎকর্ম করবার সৌভাগ্য কম বেশি সকলেরই হয় , গণমানুষ হাজার রকম কর্ম করে জীবনের চলার পথকে মসৃণ করবার চেষ্টা করেন । এই কর্মপন্থায় হলো পেশা । আর পাঁচটা মানব পেশার থেকে চিকিৎসকদের কর্ম একটু পৃথক ধরনের , মুমূর্ষ রোগীকে প্রাণ দান করেন চিকিৎসক । সরাসরি এমন মানব সেবার সুযোগ অন্যান্য পেশার মানুষদের সৌভাগ্যে ঘটে না । মাটি - উত্তাপ - জল - বায়ু ছাড়া মানবভূমি কল্পনা করা যায় না , সেইরকমই চিকিৎসক ব্যতীত দেশ সমাজ কল্পনা করা স্বপ্নেও সম্ভবপর নয় । চিকিৎসকদের কি ভয়ঙ্কর রকম প্রয়োজন রয়েছে , গতকয়েকদিনের চিকিৎসক অসহযোগে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি । অনেক গরীব মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন । এটাও কি একপ্রকার অনিচ্ছাকৃত খুন নয় ? কেননা চিকিৎসা ব্যবস্থার গতি প্রকৃতি সুস্থ থাকলে সকলে...