পোস্টগুলি

প্রিয় কথক । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুর্ভিক্ষ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে , সেই সময় পর্বের গল্প এটি । গল্পটি মৃত্যুঞ্জয়ের গল্প । লিখছেন আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
মানিক বন্দোপাধ্যায় সমীপেষু ।  লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সমীপেষুর  একটি অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পের নাম , ' কে বাঁচে , কে বাঁচায়' ।  গল্পটির প্রেক্ষাপট দুর্ভিক্ষ পীড়িত সময়ের ।  আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় সাম্যবাদী ভাবধারার মানুষ । সমাজের যেকোনো অন্যায় এবং বৈষম্যের বিপক্ষেই বরাবরই তার অবস্থান । এ গল্পটি একটি মৃত্যু কালীন সময়ের প্রেক্ষাপটে রচিত । দুর্ভিক্ষ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে ,  সেই সময় পর্বের গল্পটি এটি । গল্পটি মৃত্যুঞ্জয়ের  গল্প ।  গল্পটির বিষয়ের মধ্যে যদি আমরা প্রবেশ করি , সেখানে দেখব গল্পের এক্কেবারে প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায় ,  লিখলেন ' সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল । '  বলাই বাহুল্য , এ  মৃত্যু অনাহারে মৃত্যু । যদিও এতদিন এমন সামনাসামনি ফুটপাতে মৃত্যু দেখেনি সে ,  ফুটপাত দিয়ে হাটা তার বেশি হয় না ।  বাড়ি থেকে দু পা গেলেই ট্রাম ,  সেখান থেকে একেবারে অফিসের দরজায় নামে সে । আজ যে মৃত্যুটা মৃত্যুঞ্জয় দেখল , সে মৃত্যুর কথা ভুলতে  পারে না সে । কয়েক মিনিটে...