তুমি আসবে তাই...........-আরিফুল ইসলাম সাহাজি
ইস্পাত কঠিন অন্ধকার সরিয়ে ঘর্মাক্ত শরীরে তোমার অপেক্ষায়............ তিমির রাত্রির একাকি অভিসার দুর দুর বহুদুর হেঁটেছি শুধু তোমার ভালবাসার আশায়........ অন্ধসময়সংহিতায় চারদিক হাহাকার ,তোমাকে পাশে আজ বড় দরকার ............... তুমি বনলতা ,সুচরিতা নও তুমি আমার মানসপ্রতিমা ............ অন্তরপারাপারে রঙ্গিন কার্পেট তুমি আসবে তাই ,তোমার আগমনে অবসান ঘটুক হাজার অনাচার........... তুমি আসবে তাই আজও অপেক্ষায়.............