পোস্টগুলি

adhunik kobider kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি আসবে তাই...........-আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ইস্পাত কঠিন অন্ধকার সরিয়ে ঘর্মাক্ত শরীরে তোমার অপেক্ষায়............ তিমির রাত্রির একাকি অভিসার  দুর দুর বহুদুর হেঁটেছি শুধু  তোমার ভালবাসার আশায়........ অন্ধসময়সংহিতায় চারদিক  হাহাকার ,তোমাকে পাশে   আজ বড় দরকার ............... তুমি বনলতা ,সুচরিতা নও  তুমি আমার মানসপ্রতিমা ............ অন্তরপারাপারে রঙ্গিন কার্পেট  তুমি আসবে তাই ,তোমার আগমনে  অবসান ঘটুক হাজার অনাচার........... তুমি আসবে তাই আজও অপেক্ষায়.............

যাতনার স্বরলিপি -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অবক্ত ক্রোধ জীবন্ত ছবি হয়ে ফুটে ওঠে ;যখন দেখি কিছু লম্পট শয়তান হাতে তোমার শ্লীলতাহানি ! জগতে অচিন্ত্য বিস্ময় তুমি সৃষ্টি ঊষা থেকে জীবনকে বেঁধেছ পরম মমতায় ,কিন্তু যখন তোমাকে দেখি নিঃসঙ্গ গিরিচূড়ায়........................ যখন দেখি তোমার বুকে তোমার সন্তানদের শবপ্রদশর্নী বুক জ্বলে যায় দেখে ওদের ঘৃণ্ণ অভিসন্ধি ! সপ্নসেতু গড়ে দিয়েছ তুমি জগতকে করছ শর্ষশেমলা তোমারই প্রাসাদকণা পেয়ে পুষ্ট হয়ে তোমারি ধংসে নেমেছে ওরা.......................................! Bba

বিপন্ন জীবন 2

ছবি
ঘাতকের দেয়া ক্ষত আর পিশাচের থেকে বাঁচতে স৉প্নিল সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল , না পারিনি সে ;উত্তাল তরঙ্গে ভেসে গেল ছোট সে চাঁদ ! মনমসজিদের দারে প্রবল জোরে টকা মারে একটি প্রশ্ন ,মহাশূন্য থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগবে আজ ?সবুজ ,সাদা , নাকি হায়েনার রক্তজমাট সেঁধিয়ে  যায়া রক্তিম গোলাপ !