তুমি আসবে তাই...........-আরিফুল ইসলাম সাহাজি

ইস্পাত কঠিন অন্ধকার সরিয়ে
ঘর্মাক্ত শরীরে তোমার অপেক্ষায়............


তিমির রাত্রির একাকি অভিসার 
দুর দুর বহুদুর হেঁটেছি শুধু 
তোমার ভালবাসার আশায়........


অন্ধসময়সংহিতায় চারদিক 
হাহাকার ,তোমাকে পাশে 
 আজ বড় দরকার ...............


তুমি বনলতা ,সুচরিতা নও 
তুমি আমার মানসপ্রতিমা ............

অন্তরপারাপারে রঙ্গিন কার্পেট 
তুমি আসবে তাই ,তোমার আগমনে 
অবসান ঘটুক হাজার অনাচার...........


তুমি আসবে তাই আজও অপেক্ষায়.............

মন্তব্যসমূহ

  1. কবিতা কেমন জানাবেন কিন্তু...........................

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।