পোস্টগুলি

কষ্টের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কষ্টের ফেরিওয়ালা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বিষন্নতা ,আকণ্ঠ নিমজ্জিত হৃদয়ের গভীরে কষ্টের পাহাড় ছোট বড় - চাঁই চাঁই কষ্ট...... কষ্ট চাই আপনার ? কষ্ট ফেরি করি আমি ঋতুস্রাব এই ধরায় !

ধর্ম দুরে থাক - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
জানি না , কতদিন বাঁচব... বেঁচে আছি , তাই বড় বিস্ময় ! হারিয়ে যায়নি এখনও , মানুষ্যত্ব বিকিয়ে গলগ্রহ হয়নি সেটায় বড় সান্ত্বনা ।                      পৃথিবীটা বিবর্ণ ,একটা রঙই                        প্রকট                        রক্ত ,রক্তের রঙ লাল !                        রক্ত চাই ,রক্ত । রক্তের বদলে রক্ত  নয় সমাধান ,তোমার  পাশে আমাকে পাবে বিপদে সহদর ।                                 ধর্ম আজ দুরে থাক ।                         

বৃষ্টিতে ধুয়ে যাক সব - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আকাশে মেঘের ঘনঘটা অন্ধকারে নিমজ্জিত ধরা                           বিদ্যুতের ঝলকানি হৃদয়ে                            জাগায় ভয়, এই বুঝি বজ্রপাত হয় ! জানলার ধারে বসে কবি আকাশপানে তাকিয়ে রয় ,                              হিমগর্ভ কবরের পাশে                               শতাব্দীর পাপ বৃষ্টিতে ধুয়ে হোক আজ ছাই ।

শুধু তোর জন্য - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ধরুন , আপনি হারিয়ে গেছেন সাহারার বুকে তপ্ত অগ্নিপ্রায় বালুকা আপনার মস্তিষ্কের ঘেলু দিয়ে হলদিরামের বাটার বানাতে চাইছে , আপনি কি দাঁড়িয়ে থাকবেন মরু ঝড় তাণ্ডবের মাঝে , যদি কেউ মেহেন্দি পরে আপনার অপেক্ষায় থাকে ! ধরুন , শঙ্করের আফ্রিকা সঙ্গী আলভেরেজ আপনি , বিপদ সঙ্কুল আফ্রিকার জঙ্গলে আপনি আর শঙ্কর বিচ্ছিন্ন হয়ে গেছেন ! মৃত্যুভয় উপেক্ষা করে আপনি কি পারবেন একাকি সমুদ্র পারি দিতে ! যদি মেহেন্দি পরে কেউ আপনার অপেক্ষায় থাকে । ধরুন , আপনি রণক্লান্ত সিপাহী সামনে শত্রু শিবির পালাবার পথ নেই ! আপনি কি পারবেন শত্রুর গোলার মুখে বুক চিতিয়ে দাঁড়াতে ! যদি কেউ মেহেন্দি পরে আপনার অপেক্ষায় থাকে । হয়ত পারবেন , আপনার প্রেম আপনাকে সে শক্তি দেবে ! তবুও আপনি বাঁচতে চাইবেন ,       শুধু ,শুধুমাত্র তার জন্য ।