পোস্টগুলি

দেশপ্রেমী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বীর সেনানীদের রক্তাক্ত শরীর জাতীয় পতাকা দিয়ে মুড়ে দাও , ওঁরা শান্তি পাবে । এই বিষয়ে আলোকপাত করেছেন আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
রাষ্ট্র  ধরিত্রীর একটি সীমাবদ্ধ স্বতন্ত্র অংশ । অর্থাৎ মূল পৃথিবী পুরুষের ঔরসজাত পরিআবহিক নিদিষ্ট ভূখন্ড , মানবকুল , সংস্কৃতি নিয়ে স্থাপিত হয় রাষ্ট্রভিত্তি  । যেহেতু ভূধরে রয়েছে একাধিক রাষ্ট্রের উপস্থিতি  , উক্তহেতুগত দিক থেকে একটি রাষ্ট্র  অন্যান্য একাধিক রাষ্ট্র দ্বারা  পরিবেষ্টিত থাকে । পাশাপাশি অবস্থানরত এই রাষ্ট্রগুলি  হল প্রতিবেশী রাষ্ট্র  । দৃষ্টান্ত সহযোগে বলতে গেলে আমাদের স্বদেশ ভারতবর্ষ পূব পশ্চিম উত্তর দক্ষিণ দিক থেকে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান চীন আফগানিস্তান মালদ্বীপ সহ একাধিক রাষ্ট্রসহযোগে  বেষ্টিত । একজন গৃহস্থপুরুষ যেমন প্রতিবেশী দ্বারা বেষ্টিত হয়ে সমাজিক জীবন পালন করে , রাষ্ট্রের  আচরণও সদৃশ । প্রতিবেশী বেষ্টিত যে সমাজিককরণের মধ্য দিয়ে রাষ্ট্রকে চলতে হয় , সেই গতিপথে রাষ্ট্র যেমন বন্ধু রাষ্ট্রের  আন্তরিকতায় আপ্লুত হয় , তেমনি শত্রু রাষ্ট্র দ্বারা  ক্ষতবিক্ষতও  হয় রাষ্ট্রের সুসন্তানগণ  ।  প্রতিবেশি রাষ্ট্রসমূহের মধ্যে অনেক রাষ্ট্রের সঙ্গে পরস্পর বৈরিতা লক্ষ্যগোচর হয় ।আধুনিক সব র...