পোস্টগুলি

শাশুড়ী বৌমা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শাশুড়ি - বৌমার দ্বন্দ কি নূতন পুরাতন মতাদর্শের বৈসাদৃশ্যজনিত সংকট ॥ আরিফুল ইসলাম সাহাজি

ছবি
শাশুড়ি বৌমার সম্পর্কটা ঠিক মা মেয়ের মত না ।অনেক ক্ষেত্রে একে অপরের প্রতিপক্ষ রূপে উপস্থিতি জাহির করে ।ব্যতিক্রম অবশ্যই আছে ।তবে ,ইদানিং সম্পর্কটিতে মরিচা ধরছে প্রায় ঘরে ।পুরাতনের বিদায়ের মধ্য দিয়ে ঘটে নূতনের আগমন ।সংসারে এ নিয়ম কিন্তু অচল ।নূতন পুরাতন ভাবাদর্শই সংসারের মূল শক্তি ।এই দুই আদর্শের সংঘাত ঘটলে বিপদ ।অনেকে বলেন ,নারীরাই নারীদের প্রধান প্রতিবন্ধক ।সামাজিক জীবনে যতগুলো নারী নির্যাতনের ঘটনা সামনে আসে ,প্রায় প্রতিটা ক্ষেত্রে এই আদর্শগত বৈসাদৃশ্য মুখ্য ভূমিকা পালন করছে । শাশুড়ি মায়ের মত ,বৌমা মেয়ের মত এই ভাবনার বিকাশ খুব প্রয়োজন ।প্রায় প্রতিদিন বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটছে ।কটকের মাতৃহন্তারক অধ্যাপকের কুকর্ম এখন টাটকা ।বলতে বাধা নেই এখন গৃহবধূ নির্যাতনের চেয়েও বেশি অত্যাচারিত হচ্ছেন বাবা মা রা ।তবে ,বধূ নির্যাতনের ঘটনাও অপ্রতুল নয় ।দুঃখের ও পরিতাপের বিষয় প্রতিটি ক্ষেত্রেই মুখ্য চরিত্র হিসাবে প্রায়শ: নারী মূর্তিই ভাস্বর হয়ে উঠে ।পরিবর্তিত হোক এই ট্রেডিশন ।গড়ে উঠুক আত্মার বলিষ্ঠ বন্ধন ।শাশুড়ি মা ,বৌমা মেয়ের মত লক্ষীপ্রতিমা॥ লেখক আরিফুল ইসলাম সাহাজি