পোস্টগুলি

ভাষার গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতবর্ষ - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আকাশ মুখভারি করে ছিল সকাল থেকেই । সারারাত ঝুমঝুম করে বৃষ্টি হয়ে ভোরের দিকে থামলেও একটা থমথমে ভাব । অন্যান্য দিন হলে শান্তনু মনভাল করা এই সোনালী বিকালে ছাদের উপর উঠে দেশের বাড়ির কথা ভাবতো । দাদার কথা , বোনদের কথা , পুঁচকে ভাইঝিটার কথা । মা বাবা গত হয়েছেন বেশ কয়েকবছর । মা বাবাকে দেখা যাবে না আজ । আকাশ মেঘলা হওয়ায় আজ ওঠেনি তারা । এই বিভুঁই বিদেশে সে একা । যদিও দেশের গন্ডি এক । তবুও দেশ বলতে তার গ্রাম বারাসাত শহরের রায়পুর । কত স্মৃতি শান্তনুকে বিভোর করে ।বড় পুকুর দীঘির পাড়ে মছির ভাইয়ের চাতালে বসে প্রিয় বন্ধু কুতুবের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা । দিনের শেষে কিছু হবে না বলে উঠে আসা । মায়ের মুখটা খুব মনে পরে শান্তনুর । বাবার কথাও মনে পরে ওর । জীবনে বিশেষ কিছু সাফল্য পায়নি ও । তবুও সংবাদপত্র গুলোতে গল্প কবিতা বার  মা গর্ব করতেন । বলতেন আমার শান্তনু একদিন অনেক বড় হবে।  চিনবে সবাই । আকাশের দিকে ফিরে মাঝে মাঝে বিড় বিড় করে শান্তনু । আরতি অবাক হয় । মুখে কিছু বলে না ।  শান্তনুর ভিতরের হাহাকারকে সে অনুভব করে । <script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsby...