বর্তমান সময়ের সংবাদ মাধ্যমগুলি নিরপেক্ষ ভূমিকা পালন করছে কি ? - আরিফুল ইসলাম সাহাজি
গণমাধ্যম বরাবরই মানুষের কণ্ঠরোধের বিরুদ্ধে সোচ্চার ছিল ।তবে ,ইদানিং সোশাল মিডিয়া ব্যতীত প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমগুলি বিনোদনমূলক সংবাদ পরিবেশন করেই টি .আর.পি বাড়াতে ব্যস্ত ।মানুষের মূল্যবোধ ,দিনকে দিনের ভোগ ভোগান্তির কোন মূল্যই নেই আধুনিক সংবাদ মাধ্যমগুলির কাছে ।একের পর এক ব্যাঙ্ক জালিয়াতরা দেশকে সর্বস্বান্ত করে বিদেশে হাওয়া হল ,সংবাদ মাধ্যম তখন পুরো দুইমাস ব্যস্ত থাকল শ্রীদেবীর মৃত্যু ড্রামা নিয়ে ।নিঃসন্দেহে ,প্রতিটি মৃত্যুই দুঃখজনক ।কিন্তু ,প্রশ্ন লক্ষ কোটি ভারতবাসী যখন চিন্তিত তাঁদের রক্ত ঘাম করা সঞ্চিত মূলধন নিরাপদ কিনা ! দেশের অর্থনীতি চরম বিপদসীমায় দাঁড়িয়ে ।একই সময় সংঘটিত হল সিরিয়ায় নরসংহার ।সেই সময় ,সংবাদ মাধ্যম তার মহান কর্তব্যকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দুবাইয়ের বাথটবে শ্রীদেবীর মৃত্যু রহস্য খুঁজতে ব্যস্ত থাকল । <script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <!-- babun --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca...