মক্কা ও মদীনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে , এই মর্মে টুইট ।
মক্কা এবং মদিনার কাবা শরীফ এবং মসজিদ নবাবীতে রোজার সময় জমায়েতে নামাজ বন্ধের যে নির্দেশিকা সৌদি প্রশাসনের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল , সেই নিদেশ থেকে সরে এসেছে সৌদি প্রশাসন । পবিত্র মাহে রমজান চলাকালীন সময়ে স্বল্প পরিসরে তারাবির নামাজের অনুমতি দিয়েছেন বাদশা সালমান বিন আবদুল আজিজ। বুধবার পবিত্র এই দুই মসজিদের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পবিত্র দুই মসজিদ প্রাঙ্গণ হতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা যাবে । শর্ত সাধারণ মুসল্লিগণ মসজিদে প্রবেশ করতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ অল্প কয়েকজনকে নিয়ে তারাবির নামাজ হবে। করোনা পরিস্থতির দিকে নজর রেখে পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ বন্ধ রাখার পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয় । তবে , গত সোমবার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী কর্তৃপক্ষ পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয় , দুই মসজিদে তারাবির নামাজ হলেও , রোজায় এশার নামাজ হলেও কোনো জামাত হবে না।