বিরোধিতার উপর ভর করে , প্যরোডি বা ব্যঙ্গ কবিতার এক অদ্ভূত জগাখিচুড়ি পাকাতে সিদ্ধহস্ত ছিলেন পত্রিকার লেখকগণ । লিখেছেন আরিফুল ইসলাম সাহাজি ।
শনিবারের চিঠি ' সাময়িকপত্র বাংলা সাহিত্যের এক বিশিষ্ট সংযোজন । ২৬ শে জুলাই , ১৯২৪ ইংরেজি , বাংলা ১০ ই শ্রাবণ ১৩৩১ খৃঃ পত্রিকাটির পথ চলা শুরু হয় । পরে , সাল ১৩৩৪ এর ৯ ই ভাদ্র নবপর্যায়ে পত্রিকাটি মাসিক সাহিত্য পত্র রুপে প্রকাশিত হতে থাকে । পত্রিকাটির সম্পাদক নীরদ চন্দ্র চৌধুরী হলেও , এর মূল পরিচালক ছিলেন সজনীকান্ত দাশ ।পত্রিকাটির কোন বিশেষ আদর্শ ছিল না কিম্বা কোন মহৎ উদ্দেশ্যমুখীও ছিল না এর গতিপথ । মূলত , বিরোধিতার উপর ভর করে , প্যরোডি বা ব্যঙ্গ কবিতার এক অদ্ভূত জগাখিচুড়ি পাকাতে সিদ্ধহস্ত ছিলেন পত্রিকার লেখকগণ । সমকালীন প্রতিভাধর কবি মানুষদের টার্গেট করতো শনিবারের চিঠি , পরবর্তীতে তাঁর রচনার ব্যঙ্গ প্যরোডি কবিতা রচনা করে , সেই কবি আত্মার কবিত্ব হরণ করবার অপচেষ্টায় শনিবার গোষ্টি ব্যাপিত হতেন । যদিও , বলে নেওয়া উত্তম শনিবারের সজনীরা যে সকল মহাজীবনের পথ রুদ্ধ করবার চেষ্টা করেছিলেন , তাতে তাঁরা বিন্দুমাত্র সফলতা অর্জন করতে পারেননি , বরং এই বিরোধিতায় তাঁদের কবিত্বশক্তিকে আরও বলিষ্ঠ করে তুলেছিল । এই জায়গাতেই সজনীকান্তরা কিছুটা হলেও বাংলা সাহিত্যে অবদান রাখতে সক্ষম হয়েছেন । ...