শতবর্ষ পরেও দেবদাস সমান জনপ্রিয় । আরিফুল ইসলাম সাহাজি ।
' দেবদাস ' কেবল শরৎ সাহিত্যে নয় , সমগ্র বিশ্ব সাহিত্যের এক অনন্য সংযোজন । প্রেমের রোমান্টিকতা এবং বিচ্ছেদের নিগূঢ়তা উপন্যাসটির প্রাণ । অসম্ভব পাঠক আদরনীয় উপন্যাস এটি । প্রায় সকল ভারতীয় ভাষা এবং অনেক বিদেশি ভাষায় অনূদিত হয়েছে গ্রন্থখানি । ভারত , বাংলাদেশ এবং পকিস্তানে উপন্যাসটি অবলম্বন করে একাধিক বার চলচিত্র তৈরি হয়েছে ।' দেবদাস ' কাহিনী অবলম্বনে প্রথম চলচিত্র রুপায়ন ঘটে ১৯২৮ সালে। যদিও এটি একটি নির্বাক ছবি। আবার ১৯৩৫ ও ৩৬ সালে নির্মিত হয়। অবশ্য এ ছবি দুটিই সবাক। প্রথমটি বাংলায় , অন্যটি হিন্দিতে । বাংলা হিন্দি ছাড়াও ' দেবদাস ' অবলম্বনে তামিল , তেলেগু , উর্দু , মালয়ালম , অসমীয়া সহ ভারতীয় উপমহাদেশের একাধিক ভাষায় চলচিত্র হয়েছে । যা উপন্যাসটি জনপ্রিয়তা আকাশচূম্বি হতে সহয়তা করেছে । বঙ্কিমচন্দ্র লিখেছিলেন , ' বাল্য প্রেমে অভিসম্পাত আছে ' , কথাখানি সত্য মিথ্যা কীনা ঈশ্বর জানেন । তবে , এই বাল্যপ্রেমের অভিসম্পাত জীবন্ত আলেখ্য রুপ নিয়েছে ' দেবদাস ' উপন্যাসে । উপন্যাসটির প্রকাশকাল ১৯১৭ , তবে তারও অনেক আগে ১৯০০ সালের প...