প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি
আনন্দ আর ভাললাগা কিম্বা উল্লাসে ফেটে পড়া তোর সেই মুখচ্ছবি আজও ভেসে ওঠে মনের গহীনে । মর্মবিদারী হলেও বাস্তব তোর এই চলে যাওয়া সেটা কি অলিখিত কোন ঈশ্বরিক আদেশ নাকি শুধুই মায়া ! মিলনকুঞ্জে তোকে নিয়ে ছিল কয়েকটি মানুষের স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস তুই দেবরাজ ইন্দ্র ,আর অনন্যরা সবাই নারদ ; যে স্বর্গে একদিন নব পল্লব উদ্গত হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই স্বর্গ আজ ভবনদীর তপ্ত সৌকতে হৃদপিন্ড ফাটা রক্ত ।