পোস্টগুলি

Premer bangla kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আনন্দ আর ভাললাগা কিম্বা উল্লাসে ফেটে পড়া তোর সেই মুখচ্ছবি আজও ভেসে ওঠে মনের গহীনে । মর্মবিদারী হলেও বাস্তব তোর এই চলে যাওয়া সেটা কি অলিখিত কোন ঈশ্বরিক আদেশ নাকি শুধুই মায়া ! মিলনকুঞ্জে তোকে নিয়ে ছিল কয়েকটি মানুষের স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস তুই দেবরাজ ইন্দ্র ,আর অনন্যরা সবাই নারদ ; যে স্বর্গে একদিন  নব পল্লব উদ্গত হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই স্বর্গ আজ ভবনদীর তপ্ত সৌকতে হৃদপিন্ড ফাটা রক্ত ।

আশার গান গাও - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হিয়ার গহীন বনে লাগলে মোচড় দিয়ে ওঠে সমস্ত দেহ , চেতনাও স্তব্দ ,কখনো হয় নিষ্ক্রিয় ,তার ছবি প্রতিফলিত হয় মুখমন্ডলে ; আমরা যা ভাবি কখনো কখনো তার অন্যটা হয় , না পাওয়ার বেদনা ,কখনো প্রিয়জন হারানোর কষ্ট প্রবল জোরে টোকা মারে মন মসজিদের দ্বারে - আর তখনই ভাবনার জগতে আলোড়ন ওঠে ,ক্রন্দনের নদী উতলে উঠতে চাই ,যেন সব কিছু ভাসিয়ে দেবে ! কে বোঝাবে এই ক্রন্দনের নদীকে ! কে আটকাবে চোখ হতে মুখমন্ডলে তার গতিপথকে ? যে পারে সে সাধারন কেউ নয় , কেননা জীবনমানে হিয়ার গভীরে বিজন অরণ্য নয় ,জীবন হল দুঃখ কষ্ট বুকের মাঝে দাফন করে সুখের খোঁজে ছোটা ।

নামহীন একটি কবিতা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হলুদাভ বিষন্ন পীড়িত হৃদয়ে বসে ক্লান্ত পথিক আমি দেখছি ভগ্ন হৃদয়ে জীবনের হাজার ওঠানামা ;পীড়িত আমি বাড়াও তোমার হাত আমি বাঁচতে চাই । জীবনের গহন সমুদ্রে ডুব মেরেছি বার বার ,সরিয়ে দিতে চেয়েছি হাজারো আঁধার ,কিন্তু পারিনি তাই ফিরে এসেছি বার বার ।
ছবি
বিপন্ন জীবন - আরিফুল ইসলাম সাহাজী  সারারাত ছিলাম উলঙ্গ সপ্নের সাথে  ভালবাসার মানুষ আজ আমায় ডেকেছে , এক রোখা রোদ্দুর উন্মক্ত হয়ে  খেতে আসছে ভালবাসাকে ! ফাটাফাটি জোসনার রূপালী কর্ণারে  মুখের দিকে কি থাকব ফিরে ! বোধকেলণ্ত লাগছে - প্রথম দেখায় কি বলব ওকে ? আর্তনাত !জনহীন এ্ই বনসপতিতলে  একি প্রিয়া ?কাপড় হাঁটুর উপরে  যন্তনার সাইক্লোন বুকে আছড়ে পড়ে  একটু আগে ও ধর্ষিত হয়েছে । Add caption