অন্ধকার :পথ দেখাও - আরিফুল ইসলাম সাহাজি
শতাব্দীর শবদেহ বহন করবার মত একটা শক্ত কাঁধ চাই , গণকবরের পাশে কঙ্কালের রাশিগুলো ঠিকঠাক সাজিয়ে রাখার মত একদল ডোম চাই , ছন্দের গহীনে এত আঁধার ঢাকবার জন্য বিবেকহীন একদল কবি চাই , ক্ষয়িষ্ণু শরীর হতে পাঁজর খুলে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেবার জন্য একদল ভুয়ো ডাক্তার চাই । পাশাপাশি তিমির হননের গান উপেক্ষা করে প্রেমের মশাল ধরানোর জন্য একজন সাচ্চা মানুষ চাই :গোধূলির নেতিয়ে পড়া আলোতে লন্ঠন হাতে অগণন সপ্নকে সে পথ দেখাক ।