গ্রাম বাংলার রুপকার পল্লীকবি জসিমউদ্দিন । আরিফুল ইসলাম সাহাজি ।
গ্রাম বাংলার অনন্য কথাকার কবি জসিমউদ্দিন । কবি জীবনানন্দ দাশের মতই গ্রামজীবন , প্রকৃতির সবুজাভ রুপ প্রাণ পেয়েছে কবির কলমে । মরমী কবির জন্মসাল ১৯০৪ , দিনটি ছিল প্রথম জানুয়ারি । জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে । পিতৃদেব ছিলেন পেশায় শিক্ষক মৌলভী আনসারউদ্দিন । জসিমউদ্দিন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যবিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সন্মানের সঙ্গে । কথিত আছে , তাঁর বিখ্যাত ' কবর' কবিতাটি ছাত্রাবস্থায় শ্রেণীভুক্ত হয় এবং তা থেকে যে প্রশ্ন এসেছিল পরীক্ষায় , স্বয়ং কবিকে তার উত্তর লিখতে হয়েছিল খাতায় । ' কবর ' কবিতাটি প্রকাশিত হয়েছিল সাল ১৯২৬ এ , কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যায় । পরবর্তীতে কবিতাটি ' রাখালী ' কাব্যভুক্ত হয় । কবি জসিমউদ্দিন মূলত পল্লীজীবনের কথাকার ছিলেন । অজ পাড়া গাঁ'র বিচিত্র রুপ তিনি অসাধারণ রুপে তুলে ধরতে সক্ষম ছিলেন । হয়তো গ্রাম বাংলার গভীরে তাঁর শিকড় গ্রথিত হওয়ায় তিনি অর্জন করেছিলেন এই মহা অভিজ্ঞান । কবির সমধিক বিখ্যাত কাব্যগ্রন্থ হল' নকশী কাঁথার মাঠ ' । বাংলা সাহিত্যে...