আলেয়ার লাল নীল মাঠ - আরিফুল ইসলাম সাহাজি
১. সারারাত দুহাতে মেখেছি স্বপন হাজার অনাহূতের মত কড়া নেড়েছি , নিশীথ প্রহরী অন্তরপুরে যেতে দিয়েছে বাধা..... আজ বসন্ত ছাড় দ্বার , মিলিব প্রিয়াসনে :হৃদকাননে লাগাব গোলাপ চারা । ২. পরশ্রীকাতর মেঘ উচ্চকিত হাস্য করে পরিহাস দূরীভূত হয় স্বপনদুয়ার....... ৩. প্রতিবিম্ব খুঁজি ,খুঁজি আলেয়ার লাল নীল মাঠ ।