পোস্টগুলি

বাংলা কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আরিফুল ইসলাম সাহাজির কবিতা হেলে গেছে

ছবি
হেলে গেছে বিবেক ।সমাজ ।পৃথিবী ।               আমার বাড়ির পেয়ারা        গাছটার মত ,         মূল শিকড় কেটে গেছে         বাঁশ দিয়ে ঢেকো দিয়েছি হেলে গেছে বিবেক।সমাজ ।পৃথিবী ।           আমার বইরাখা টেবিলের মত            দুটো পায়ায় ঘুন ধরেছে            একটা ভাল আছে কোনরকম             পাশ দিয়ে ইঁটের ধরাট দিয়েছি হেলে গেছে বিবেক ।সমাজ।পৃথিবী ।            আমার সোয়েটারের মত             একটা হাতা              ছোট হয়ে গেছে              টেনে টেনে বড় করি সময় এসেছে । একটা পেয়ারা গাছ ।একটা টেবিল । একটা সোয়েটার । আর একটা নতুন পৃথিবী দরকার ॥

অন্ধকার :পথ দেখাও - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
শতাব্দীর শবদেহ বহন করবার মত একটা শক্ত কাঁধ চাই , গণকবরের পাশে কঙ্কালের রাশিগুলো ঠিকঠাক সাজিয়ে রাখার মত একদল ডোম চাই , ছন্দের গহীনে এত আঁধার ঢাকবার জন্য বিবেকহীন একদল কবি চাই , ক্ষয়িষ্ণু শরীর হতে পাঁজর খুলে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেবার জন্য একদল ভুয়ো ডাক্তার চাই । পাশাপাশি তিমির হননের গান উপেক্ষা করে প্রেমের মশাল ধরানোর জন্য একজন সাচ্চা মানুষ চাই :গোধূলির নেতিয়ে পড়া আলোতে লন্ঠন হাতে অগণন সপ্নকে সে পথ দেখাক ।

হৃদয়ের ডাক - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হৃদয়ের ডাক এসেছে যেতে হবে অচিন্ত্যপুরে সেখানে নাকি প্রিয়া থাকে তালপাতার ছায়া ঘরে । বসন্তের আবাহন শরীরী শিহরণ অঙ্গে অঙ্গে উন্মাদনা আর শুধু হৃদয় নয়.. এবার দুটি শরীর চাই । হৃদয়ের ডাক এসেছে মন ছোটে রাজধানীর বেগে ..আজ কি আনন্দ নয়নে নয়নে কথা হবে চুম্বনে চুম্বনে মাতোয়ারা শরীরী খেলায় মাতব দুজনা । প্রেম শুধু হৃদয় নয় শরীর দিয়েও খেলতে হয় পৃথিবী সচল রাখতে এ দায়িত্ব তো বর্তায় ।