পোস্টগুলি

robindro songit লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর কর হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। শিলাইদহ ২৭ অগ্রাহায়ণ ১৩১৪ কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি রচনা সংখ্যাঃ ৫