পোস্টগুলি

এস .এস .সি বাংলা গাইড লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাড়ির কাছে আরশিনগর - লালন ফকির ।এস .এস .সি বাংলা গাইড ।

ছবি
              সঠিক  বিকল্পটি বেছে নাও । প্রতিটা প্রশ্নের মান : ১  ১ . বাড়ির কাছে আরশিনগর কবিতাটির কবি কে ?       ক . লালন ফকির        খ . বাউল সাঁই       গ . দরবেশ অলিভ  উ . ক  ২ . লালন ফকির আনুমানিক কত সালে জন্মগ্রহণ করেন ?         ক . ১৭৮০ (অনুমান )       খ . ১৭৭৪  (অনুমান )      গ . ১৭৯০  (অনুমান ) উ . খ  ৩ . লালন ফকির কত বছর বেঁচে ছিলেন ?        ক . ১১০       খ . ১১২        গ . ১২০ উ . খ  ৪ .  লালন ফকির প্রতিষ্টিত আখড়ার নাম কি ?         ক . লালন আখড়া         খ . বাউল আখড়া         গ . বাউল সাধক  উ . খ  ৫ . বাউলের প্রতিষ্ঠাতা কাকে ধরা হয় ?      ...

বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো - গাবরিয়েল গার্সিয়া মার্কেজ। এস .এস.সি বাংলা গাইড ।

ছবি
      সঠিক বিকল্পটি বেছে নাও । প্রতিটা প্রশ্নের মান :১ ১ . বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো গল্পটির লেখক কে ?     ক . আর . কে . নারায়ণ    খ . সুগত বসু   গ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ উ . গ ২ . বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো গল্পটির অনুবাদক কে ?      ক . অমিতাভ রায়      খ . মানবেন্দ্র বন্দোপাধ্যায়      গ . দুলাল রায়  উ . খ  ৩ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কোন দেশের মানুষ ?     ক . চিলি     খ .আমেরিকা    গ . কলম্বিয়া     উ . গ ৪ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কত সালে জন্মগ্রহন করেন ?     ক . ১৯৪৫   খ . ১৯২৭   গ .১৯২২  উ . খ  ৫ . বৃষ্টি কয়দিনে পড়েছিল ?      ক . দুই     খ . তিন     গ . চার  উ . খ  ৬ . কোন প্রাণীকে সমুদ্রে ফেলে আসতে হয়েছিল ? ...

এস .এস .সি বাংলা গাইড : অলৌকিক 2

ছবি
আরিফুল ইসলাম সাহাজি  ১৬ . পাঞ্জা শব্দের অর্থ কি ?        ক . হাত        খ . পা        গ . আঙ্গুল সমেত কর উ . গ ১৭ . ফিরিঙ্গি কাদের বলা হত ?         ক . ভারতীয় ও ইউরোপীয় সংকর জাত         খ . বৃটেনের মানুষ         গ . জাপানের মানুষ  উ . ক ১৮ . ঘুরতে ঘুরতে গুরু নানক কোথায় এসে পৌঁছেছিলেন ?         ক . পাঞ্জাবে          খ . আব্দাল এর জঙ্গলে          গ . বিহারে  উ . খ  ১৯ . তখনকার আবহাওয়া কেমন ছিল ?        ক . শীত         খ . বর্ষা        গ . ভয়ঙ্কর গরম  উ . গ  ২০ . গুরু নানক যখন হাঁটছিলেন তখন আশেপাশে মানুষের সমাগম ছিল কি ?         ক . অনেক সাধু ছিল          খ . জঙ্গলের মানুষরা ছিল...

এস .এস .সি বাংলা গাইড : অলৌকিক ৩

ছবি
আরিফুল ইসলাম সাহাজি  ৩১ . বেশিক্ষন বাঁচবে কিনা সন্দেহ ', কার কথা বলা হয়েছে ?        ক . মর্দানার         খ . বলী কান্ধারির         গ . নানকের  উ . ক  ৩২ . গুরু নানকের শিষ্য কে ছিলেন ?         ক . বলী কন্ধরি         খ . হাসান         গ . মার্দনা  উ . গ ৩৩ . বলী কান্ধরির কয়টি জলের কুয়া ছিল ?        ক . ১        খ . ২        গ . ৩  উ . ক ৩৪ . বলী কাকে কাফের বলেছিলেন ?       ক . হাসান       খ . নানক       গ . মার্দনা  উ . খ  ৩৫ . গুরু নানক ঈশ্বরকে কোন শব্দবন্ধ দিয়ে চিহ্নিত করেছেন ?         ক . জয় নিরঙ্কার         খ . জয় গুরু         গ . জয় কৃষ্ণ  ...

এস .এস .সি বাংলা গাইড : অলৌকিক

ছবি
         আরিফুল ইসলাম সাহাজি  সঠিক বিকল্পটি বেছে নাও , প্রতিটা প্রশ্নের মান ১            ১ .   ' অলৌকিক' গল্পটি লেখক কে ?         ক . কর্তার সিং দুগগাল        খ . আর.কে.নারায়ণ         গ . আনন্দ শেঠ  উ  . ক ২ . কর্তার সিং দুগগাল কোথায় জন্মগ্রহণ করেন ?         ক . বিহারে         খ . পাকিস্তানে         গ . পাঞ্জাবে  উ . খ  ৩ . কর্তার সিং দুগগাল কত সালে জন্মগ্রহণ করেন ?         ক . ১৯১৭         খ . ১৯১৯        গ . ১৯১৮  উ . ক ৪ . কর্তার সিং দুগগাল ' সোভিয়েত ল্যান্ড'  ছাড়াও পেয়েছিলেন ?       ক . সাহিত্য একাদেমি       খ . পদ্মভূষণ       গ . ক ও খ উভয় সঠিক...

এস .এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার

ছবি
৯১.ভারতের আর তত কদর নেই বলে কেন মনে হয়েছে লেখকের ?        ক . আমেরিকা সহ কয়েকটি দেশে ভারতের থেকে উন্নত দ্রব্য হচ্ছে         খ . ভারতের সব সম্পদ তখন ইংরেজদের         গ . সবকয়টি সঠিক  উ . ক  ৯২. তোমাদের পিতৃপুরুষ ---------- দর্শন লিখেছেন            ক . তিন           খ . দুই           গ . চার  উ . খ  ৯৩. ------------- কাব্য বানিয়েছেন          ক . দশখানা          খ . পাঁচখানা          গ . তিনখানা  উ . ক  ৯৪.  ---------মন্দির করেছেন ?       ক . দশটা         খ . পাঁচটা         গ . চারটা <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins cl...

এস .এস .সি বাংলা গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার 3

ছবি
৬১ . রঙ বেরঙের --------------- কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে !         ক . কুম্ভ        খ . নারদ         গ . গোপীমন্ডলমধ্যস্থ  উ . গ ৬২ . ও ------------- পুলিশ মাঝি ,ওর ল্যাজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো ।            ক . জাপান            খ . আরব           গ . আমেরিকা উ . খ  ৬৩ . আহা কী নিষ্টুর ! মেরে না ' , এই কথাগুলো কারা বলছিল ?        ক . মেয়েরা        খ . ছেলেরা        গ . শিশুরা  উ . ক ৬৪ . এ ------------- খাতস্থাপত্যের এক অদ্ভূত নিদর্শন ।      ক. ভূমধ্যসাগর      গ . সুয়েজ খাল      ঘ . ভারত মহাসাগর  উ . খ  ৬৫ . সুয়েজ খালকে খনন করেন ?        ক . ফর্ডিনেন্ড লেসেপ্স        খ . দয়ারাম সোহানী  ...

এস .সি . গাইড বাংলা : সুয়েজ খালে হাঙ্গর শিকার 2

ছবি
বিকল্পটি নির্বাচন করুন । ৩১ . বড়শির অন্য দিকে কি বাঁধা ছিল ?        ক . একটা আস্ত ছাগল        খ . একটা জ্যান্ত পাঁঠা        গ . মোটা কাছি  উ . গ ৩২ . বড়শির ফাতনাতে কি বাঁধা হয়েছিল ?       ক . মোটা কাঠ       খ . ছোট শাবল        গ . সবকয়টি সঠিক  উ . ক ৩৩ . পাহারাদার পুলিশি নৌকোয় কয়জন ঘুমাচ্ছিলেন ?        ক . দুইজন       খ . তিনজন       গ . চারজন  উ . ক ৩৪ . কোন মাছকে অনুসরণ করে দ্বিতীয় হাঙর এল ?       ক . চোষক     খ . চিতল      গ . পাইলট ফিস  উ . গ ৩৫ . কত তারিখে জাহাজ সুয়েজ খালে পৌঁছাল ?       ক . ১১ জুলাই       খ . ১০ জুলাই       গ . ৫ জুলাই  উ . ক  ৩৬ . প্লেগের প্রাদুর্ভাব কোথা থেকেও এসেছিল ?  ...