এস .এস .সি বাংলা গাইড : অলৌকিক ৩
আরিফুল ইসলাম সাহাজি
৩১ . বেশিক্ষন বাঁচবে কিনা সন্দেহ ', কার কথা বলা হয়েছে ?
ক . মর্দানার
খ . বলী কান্ধারির
গ . নানকের
উ . ক
৩২ . গুরু নানকের শিষ্য কে ছিলেন ?
ক . বলী কন্ধরি
খ . হাসান
গ . মার্দনা
উ . গ
৩৩ . বলী কান্ধরির কয়টি জলের কুয়া ছিল ?
ক . ১
খ . ২
গ . ৩
উ . ক
৩৪ . বলী কাকে কাফের বলেছিলেন ?
ক . হাসান
খ . নানক
গ . মার্দনা
উ . খ
৩৫ . গুরু নানক ঈশ্বরকে কোন শব্দবন্ধ দিয়ে চিহ্নিত করেছেন ?
ক . জয় নিরঙ্কার
খ . জয় গুরু
গ . জয় কৃষ্ণ
উ . ক
৩৬ . পাথর সরিয়ে জলের নির্গমন ঘটিয়েছিলেন কে ?
ক . গুরু নানক
খ . হাসান
গ . বলী কন্ধরি
উ . ক
৩৭ . পাঞ্জা সাহেবের কোন স্থানের আধুনিক নাম ?
ক . হাসান আব্দালের
খ . নানক আশ্রমের
গ . গুরু ভবন
উ . ক
৩৮ . ' আমি পীর নানকের সঙ্গী ' , তিনি কে ?
ক . হাসান
খ . গুরু গোবিন্দ
গ . মর্দানা
উ . গ
৩৯ . কর্তার সিং দুগগালের বাড়ি থেকে পাঞ্জা সাহেব কত দূরে অবস্থিত ছিল ?
ক . অনেক দূরে
খ . তেমন দূরে নয়
গ . ৩ কিমি
উ . খ
৪০ . ' মনে হয় পরে কেউ খোদাও করেছে ' , লেখক কোন বিষয়ের উল্লেখ করেছেন ?
ক . জলের কুয়া
খ . পাথরের উপর হাতের ছাপ
গ . উপরের দুটিই সত্য
উ . খ
৪১ . ' ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল ' , কোন ব্যাপারটি লেখককে অসন্তুষ্ট করলো ?
ক . মর্দনার কাতরতা
খ . নানকের হাত দিয়ে পাথর থামানো
গ . বলী কন্ধরির নিষ্টুর আচরণ
উ . খ
৪২ . ট্রেনের যাত্রীরা কারা ছিল ?
ক . ডাকাত
খ . চোর
গ . স্বাধীনতা সংগ্রামী
উ . গ
৪৩ . ট্রেনের যাত্রীদের জন্য পাঞ্জা সাহেবের মানুষরা স্টেশনে কি নিয়ে এসেছিলেন ?
ক . খাবার
খ . অস্ত্র
গ . পোশাক
উ . ক
৪৪ . ট্রেনের যাত্রীদের গল্প লেখক কার কাছ থেকে শুনেছিলেন ?
ক . কাকিমা
খ . ঠাকুমা
গ . মায়ের বান্ধবী
উ . গ
৪৫ . নানকের গল্প নিয়ে গল্প কথক কার সঙ্গে বিতর্ক করেছিলেন ?
ক . বন্ধুর
খ . মাস্টারমশাই
গ . বাবা
উ . খ
৪৬ .' উনি রীতিমত হতভম্ব ' , উনি কে ?
ক . বলী কান্ধরি
খ . হাসান
গ . গুরু গোবিন্দ
উ . ক
৪৭ . ' ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে ' , কোন ব্যাপারটার কথা বলা হয়েছে ?
ক . পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা
খ . হাত দিয়ে পাথর থামানো
গ . অলৌকিক ভাবে জলপথ
উ . ক
৪৮ .' দৃশ্যটা দেখে মর্দনা চেঁচিয়ে উঠতেই ' , কোন দৃশ্য ?
ক . বলী কান্ধরি পাহাড়ের উপর থেকে পাথর ফেলা
খ . ট্রেনের যাত্রীদের মৃত্যু
গ . গুরু তেগবাহাদুরের হত্যা
উ . ক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন