অপসময়ের পঙ্কিলতার সঙ্গে দেশপ্রেম আর ব্যক্তিজীবনের অনুপম আলেখ্য , কবি অনিরুদ্ধ আলি আকতারের কবিতার বই , এক একুশ এবং এখন ।
আরিফুল ইসলাম সাহাজি অধ্যাপক প্রাবন্ধিক অনিরুদ্ধ আলি আকতারের কবিতার বই ' এক একুশ এবং এখন ' পড়লাম । ৫৩ টি কবিতা দিয়ে সাজানো বইটি । কবিতাগুলো মনিমুক্তার মত উজ্জ্বল , জোরালো তার উচ্চারণ । কবি মূলত একজন প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক । কবিতার চরণসুষমা ধারণ করেছে প্রজ্ঞ প্রাবন্ধিকের ভাব গাম্ভীর্য ও যুক্তি পরম্পরা । নামকরণেও রয়েছে অভিনবত্ব , ' এক একুশ এবং এখন ' , চরটি সুবিন্যস্ত অধ্যায়ে কবি ভাঙতে চেয়েছেন তাঁর ভাবনার স্তর । ' এক ' , অধ্যায়ে তিনি পাঠককে ঈশ্বর চেতনার নিমগ্নতায় আহ্বান করেছেন , এক সম্মোহনী বাক ভঙ্গিমায় এঁকেছেন রুপকল্পিক স্বর্ণরথের মায়াবী ছবি । প্রথম কবিতা ' পরম টানে ' ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য কবির ব্যাকুলতা অমানুষ সময়ে পাঠককে ঈশ্বরমুখী করে তোলে , গ্যালাক্সির অপরিমেয় দূরত্বের এক প্রান্তে কবি , অন্য প্রান্তে ঈশ্বর । ঈশ্বরের দেখা তিনি পাবেনই এ তাঁর বলিষ্ট প্রত্যয় , ' ' মৃত্তিকালগ্ন আমি গ্যালাক্সির অপরিমেয় দূরত্বে থেকেও তোমারই অধরা উষ্ণতায় পুড়ে যাই অনুক্ষণ /অহমবিষ্ঠা গায়ে মেখে সং সেজে ভক্তি ধ্বজা উড়িয়ে যে পথে চলেছি , ...