পোস্টগুলি

kobita image লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দেয়াল লিখন -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আকাশে বাতাসে প্রতিটিক্ষণে আজ যেন শবপ্রদশর্নী মানস জাগৃতির অমানিশায় সেজে উঠেছে পৃথিবী... রুক্ষপ্রান্তর আজ রক্তে ভেজা ,হুঙ্কার শব্দ সর্বত্র রনিত মানবতার জয়গান আজ অপেক্ষার ফুল... সংবাদপত্র আজ খুলি না আর ,দেখে দেখে বড় ক্লান্ত ক্রুব্দ জনসমুদ্রের যন্তনাসিক্ত উন্মাদনা ; একাকিত্বের দ্বীপে আমরা বড় একা.... যন্তনাত্র সময়ে গণকবরের গর্ভে প্রতিধ্বনিত হয় শতাব্দীর যুগযন্তনা ,অসহদহন আর জাতপাতের খেলা.... আহত হরিণীর মত প্রাণপণ বাঁচবার চেষ্টা ,এক লহমায় শেষ জীবনের জয়গাথা ;বিকালে সূর্যের রক্তিম আভা আর কুয়াশার দীর্ঘশ্বাসের অন্তরালে চাপা পড়ছে মানবতা..... রাষ্ট্র ,বিপ্লব ,মৌলবাদ ,ভ্রষ্টাচার ,অন্ধকার যা কিছু মানুষ ও মানবতাবিরোধী , তার বিরুদ্ধে দাঁড়িয়ে সংশপ্তক এর ভূমিকা পালন করা দরকার ;দুপা বেয়ে ঝরুক রক...

তোমাকে দিলাম - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তর মন্দির প্রাঙ্গণে জমে ওঠা কঙ্কালসার নিস্তব্দ সময়কে সযত্নে পাশ কাটিয়ে তোমাকে দিলাম আগামীর সহস্র বেড়া ভাঙ্গা মুক্তির সোনালী বুদ বুদ । ছলনার অন্তরালে লুকিয়ে থাকা ,কালগর্ভে নির্বাসিত গণকবরে চাপা পড়া মানবতা কে রঙ্গিন কাগজে মুড়ে তোমাকে দিলাম । শরীরের স্বাদ নয় ,চুম্বনের উন্মুক্ততা নয় ,শারীরিক মিলনের উষ্ণতা নয় , তোমাকে দিলাম হৃদয়ের অন্তহীন ভালবাসা আর  হাজারো শতাব্দীর সমস্ত গোলাপ এক জায়গায় জোগাড় করে তার সুবাস তোমাকে দিলাম ।

নিরাপত্তা চাই -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তরালে একাকিনী ,সুপ্তির কৌটোয়  জমেনি একটিও আধুলি..... রাক্ষুসে হাওয়ায় নিস্তব্ধ সময়  আটলান্টা থেকে ধেয়ে আসে  শতাব্দীর খিদে ,বাধা পায়  সপ্ন উচ্চারন ..... প্রচ্ছদপট রক্তে আঁকা  অক্ষরগুলো মূকবধিরের মত  তিমির রাত্রির ঘন অন্ধকার.... হৃদগগনে অশনি সংকেত  জোসনালোকিত্ রাত্রে অকারন  বজ্রপাত .... ক্ষুদ্রভেলায় অভিযাত্রী হয়েছি তাই  ফিরব না আর কাঙ্ক্ষিত চিত্রের  আলোকিত সপ্ন নিয়ে ভাঙন সমরাহে  খাটিয়ায় কাঁধ দিতে...... তারচেয়ে দুর থেকে তাপ্পী মারা ব্লাউজের  ফাঁক দিয়ে বিশ্ব কে দেখব....আর ঈশ্বর  কে বলব হে প্রভু একটু খানি নিরাপত্তা  দাও........

বিপন্ন জীবন 3

ছবি
কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করি হাজার বছরের জমানো যন্তনা , জানি না বৃষ্টি নামবে কিনা ! ঋদয়ে জমে আছে মেঘ আর ধূলিকণা ! এক এক সময় মনে হয় কোথায় আছি ???????? বডি ওইলের যা দাম !শান্তি তে নবেল পাওয়া নবেল লেডী মাখবেন অসহায় এর বুকের রক্ত হাজার ; আচ্ছা আমাদের সকলের মা মাদার তেরেসা ,তাঁর সন্তান কে বিজন অর৉ন্নে অন্ধকারচ্ছণ্ণ রজনীতে একাকি দেখে তাঁর প্রভু কে কি বলবেন ,দেখেছ তোমার সন্তানদের !অশান্তির কান্ডারির হাতে দিচ্ছে তুলে শান্তির উপহার !

youtube এ আমার কবিতা.....আপনি দেখবেন তো........প্লীজ় visit.

ছবি