পোস্টগুলি

জল চাই জল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জল সংকটের মুখে দেশ , মুক্তি কোন পথে ? এই নিয়ে বুদ্ধিদীপ্ত আলোকপাত করেছেন আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
অভিমানি বর্ষা , বর্ষণ কৃপণ নিষ্টুর রুপ ধারণ করেছে এই বছর । জলের অকালে বিবর্ণ জনজীবন । মানুষের জল হাহাকার , জল নিয়ে মানসিক চিন্তার পারদ বাড়ছে । একক সমস্যা নয় , পুরো দেশময় মানবকুলের প্রধানতম সমস্যার ঝাড় হতে চলেছে জল চিন্তা । হঠাৎ করেই এমন চরম জলঅচলাবস্থার পরিস্থি তি তৈরি হলো কেন ? এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াবার সময় এসে গেছে আমাদের সামনে । এক , বৃষ্টির জল অন্যান্য বছরের থেকে ৫০ শতাংশ কম  হওয়া অবশ্যই একটি প্রধানতম কারণ , সঙ্গে মানুষ্যজনের অসচেতন মানসিকতাও অনেকটাই দায়ী । আমাদের দেশে জলের বন্টন মূলত অসামঞ্জস্যপূর্ন । কোন প্রান্তে জলের প্রবল ঘাটতি রয়েছে , ১৫ - ২০ কিলোমিটার দূর থেকে জল আনতে হয় , আবার কোথাও জল এতটাই পর্যাপ্ত যে অকারণেই জল অপচয় হয় । এই দুই প্রবাহের সঙ্গে যুক্ত হবে একশ্রেণীর বেনিয়া গোষ্টির অহিতকর ভূমিকা । দেশের একাধিক সফ্ট ড্রিংকস কর্পোরেট সংস্থা (থামস আপ , কোকাকোলা , স্প্রাইট , লিমকার মত একাধিক সংস্থা ) নিজের ব্যবসায়িক স্বার্থে ভূগর্ভস্থ জল ভান্ডার থেকে তুলে নিচ্ছে অমূল্য জলফোটা । প্রতিদিন ৫ লক্ষ লিটার জলের প্রয়োজন হয় এক একটি কোক ম্যানুফ্যাকচারিং প্লান্...