পোস্টগুলি

চিত্তরঞ্জন দাশের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চিত্তরঞ্জন দাসের কবিতা

ছবি
তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে, সোনার স্বপন ভরা প্রভাতের মাঝে; সেই গীতে ভরি গেছে হৃদয় আমার, গগনে পবনে বহে সেই গীত ধার! কি মোরে করেছ আজ! মনখানি মম, শত শত তন্ত্রীভরা গীতযন্ত্র সম,- পরশি তোমার করে কাঁপিয়া কাঁপিয়া, গরবে গৌরবে আজ উঠিছে বাজিয়া।