পোস্টগুলি

নোঙর কিসের প্রতীক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নোঙর শব্দটি কিসের প্রতীক ? কবিতাটির ব্যঞ্জনাময় যে আলেখ্য মুখ্য হয়ে উঠেছে , সে বিষয়ে আলোচনা ।

ছবি
আলোচনা করছেন বিশিষ্ট আলোচক আরিফুল ইসলাম সাহাজি । । কবি অজিত দত্তের নোঙর কবিতাখানি একটি প্রতীকী কবিতা , যেখানে কবির রোমান্টিসিজমের প্রধান্য লক্ষ্য করি । কবি আর পাঁচজন সাধারণ মানুষের মত নন , তিনি স্বপ্নবিলাসী । সুদূরের হাতছানি কবিকে করে তোলে চঞ্চল । সারারাত দাঁড় টেনে নোঙরের বন্ধন ছিন্ন করে জীবনতরীকে নিয়ে যেতে চান কবি স্বপ্নদুয়ারের স্বর্ণমন্দিরে । তবে বার বার কবিকে ব্যর্থ হতে হয় । <script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <!-- babun --> <ins class="adsbygoogle"      style="display:block"      data-ad-client="ca-pub-8859464621580427"      data-ad-slot="7736028175"      data-ad-format="auto"      data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> নোঙর হলো , একটি নৌকাকে জলের মধ্যে বেঁধে রাখার এক ভারি বস্ত্ত বিশেষ । যেহেতু , কবিতাটি একটি প্রতীকী কবিতা , সে...