পোস্টগুলি

পরিযায়ী শ্রমিক । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পরিযায়ী শ্রমিকদের রেলভাড়া বহন করবে কংগ্রেস , মানবিক সিদ্ধান্ত সোনিয়ার ।

ছবি
 মানবিক উদ্যোগ নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার অর্থ বহন করবে কংগ্রেস , এই মর্মে এক মহৎ সিদ্ধান্ত ঘোষণা করলেন সোনিয়া গান্ধী । লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই ভিন রাজ্যে অবস্থানরত বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকগণ খুব কষ্ট দিনযাপন করছিলেন । আধুনিক জন্য দেশের নিঃসন্দেহে লজ্জার বিষয় । লকডাউন দীর্ঘ মেয়াদী হওয়ায় এই শ্রমিকদের  ফিরিয়ে নেবার ব্যবস্থা রাজ্য -  কেন্দ্র সরকারের উদ্যোগে ঘোষিত হয় ।  অত্যন্ত দুঃখের বিষয় শ্রমিকদের ফিরিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট ভাড়া তা মকুফ করতে অস্বীকার করে কেন্দ্রের মোদি সরকার । সিদ্ধান্তটি ভারতবর্ষের ১৩০ কোটি মানুষের কাছে নিসন্দেহে অমানবিক একটি সিদ্ধান্ত । দেশের সকল বিরোধীদল বুদ্ধিজীবী মহল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ।  মোদি সরকার যখন করোনার  ভয়াবহ দুরবস্থার মধ্যেও মেহুল চক্সি বিজয়মাল্য মত চোর বাটপার দের লক্ষ কোটি টাকা ঋণ মকুব করতে পারলেও ,  পরিযায়ী  শ্রমিকদের নিয়ে আসবার মত অর্থ এই সরকারের  নেই । বিষয়টি নিঃসন্দেহে অবাক করবার মতো ।  কিছুদিন পূর্বে মার্কিন প...