ইসলাম ধর্মে অর্থযোগ সামান্য হলেও একদল অর্থলোভী মৌলবির ঈর্ষণীয় প্রভাব রয়েছে মুসলিম সমাজে । । আরিফুল ইসলাম সাহাজি
ধর্ম নিয়ে ব্যবসা করার রীতি সুপ্রাচীন । যুগে যুগে যেমন ধর্মাবতার আবির্ভূত হয়েছেন , তেমনি ধর্মকে বিপথে চালিত করবার জন্য সূর্য্যের মত দীপ্তি নিয়ে প্রকট হয়েছেন ধর্ম ব্যবসায়ীগন । নিজ ধর্মের ধারক হিসাবে তাঁরা স্বঘোষিত হলেও ধর্ম এবং স্বগোত্রের মাঝে কোনরুপ হিতকর কর্মকান্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে তাঁরা বিশেষ আগ্রহী নই । নিজস্ব পেটপুজো , যশ , রাজনীতিক সুবিধা পাওয়ার আশাই তাঁরা বিমোহিত থাকেন । ভিতরে ভিতরে এই সমস্ত ধর্মব্যবসায়ীগন ভক্ত বাড়ানোর নোংরা খেলায় লিপ্ত হয় । অর্থাৎ যার যত বেশি ভক্ত , সে তত বড় বাবা । অনেকটাই মধ্যযুগীয় সেই এক হাজারী , পাঁচ হাজারী মনসবদার পদমর্যদার মত । কার্যত নেপথ্য থেকে এ সমস্ত বাবাজি গন অনেকক্ষেত্রেই দেশীয় সংস্কৃতির দিশা দেখানোর কাজ করেন । অর্থাৎ কে কী খাবেন ? কেমন জীবনাচরণে মগ্ন হবেন , সব কিছুই বাতলান আমাদের পরম পূজনীয় বাবাজিগন ।সিনেমাতে বেশ কয়েকবছর ধরে একটি শব্দ বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে , সাহসী অভিনেত্রী , সাহসী অভিনেতা । বোঝার স্বার্থে বিষয়টি গিঁট খুলে উপস্থাপন করা যাক , অর্থাৎ যে অভিনেত্রী যত বেশি কাপড় খুলবেন , তিনি তত বেশি সাহসী অভিনেত্রী , স...