রক্তজমাট - আরিফুল ইসলাম সাহাজি
আচ্ছা , মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগবে আজ ! সাদা - কালো নাকি হায়েনার ঝরানো রক্তজমাট স্যাঁতলা পড়া রক্তিম গোলাপ ! এত মত ,এত পথ ,ঠাসাঠাসি - মাখামাখি পদপিষ্ট অসহায় : ইচ্ছাকৃত আঘাত ! শিরদাঁড়ে অসহ দহন মাথা উঁচু করতে ভয় এই বুঝি বিপদ হয় !