পোস্টগুলি

দয়ার সাগর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ঊনিশ শতকের সেরা বাঙালি । আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
' রুদ্ধ ভাষা আঁধারের খুলিলে নিবিড় যবনিকা  হে বিদ্যাসাগর , পূর্ব দিগন্তের বনে উপবনে  নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে ।  যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি ,  সকরুণ মাহাত্মের পূণ্য গঙ্গাস্নানে তাহা শুচি । '  মনীষী রবীন্দ্রনাথ উপরে উদ্ধৃত অমিয় বাণীখানি উচ্চারণ করেছিলেন বাঙালি জনগোষ্টির পরম আদরনীয় প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব মহৎপ্রাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমীপেষুকে স্মরণ করে ।  আসলে , বিদ্যাসাগর কেবল একক একটি নামমাত্র নয় তো , তিনি বাঙালি জাতিসত্তার অনন্য পরিচয় , তিনি বাঙালি জাতির একবুক অহংকার । ঋষি বিদ্যাসাগর শুধুমাত্র বাঙালি জাতির প্রথম শিক্ষাগুরু মাত্র নন , তিনি বাঙালি রেনেসাঁর প্রথম যুগপুরুষও বটে । বঙ্কিম তাঁকে আড়চোখে দেখলেও , তিনিই বাঙালির আদিগুরু হিসাবে আজও বাঙালি হৃদয়ে পূঁজিত । বিদ্যাসাগরকে স্বীকার করতে বঙ্কিমচন্দ্রের অসুবিধা কেন ছিল , এ বিষয়টি গবেষণার বিষয় হতে পারে , আগামীতে কোন গবেষকের নিকট তা আদরনীয় বিষয় হয়ে উঠতে পারে । যায়হোক , ছদ্মবেশের অন্তরাল থেকে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে কষাঘাতে  বিদ্ধ করেছেন ।  ' I...