পোস্টগুলি

প্রেমময় কাব্যিক প্রকাশ । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বুদ্ধদেব বসু মূলত প্রেমের কবি : পূর্ণ জীবনে তিনি প্রেমের কবিতায় লিখে গেছেন । আলোচক আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
বুদ্ধদেব বসুর কিশোর বয়সের লেখা পড়ে মনীষী রবীন্দ্রনাথ বলেছিলেন , ' কেবল কবিত্ব শক্তি নয় , এর মধ্যে কবিতার প্রতিভা রয়েছে , একদিন প্রকাশ পাবে । ' বাংলা সাহিত্যের সর্বকালীন অভিভাবক বিশ্বকবি রবীন্দ্রনাথ নিঃসন্দেহেই ভবিষ্যদ্রষ্টা ছিলেন , অন্য অনেক ভবিষ্যদ্বাণীর মতো বুদ্ধদেব বসু সম্পর্কীত তাঁর এ বাণীও সত্যি হয়েছিল । পরবর্তীকালে আমরা বাংলা সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই বুদ্ধদেব বসুকে সাবলীল ভাবে সক্রিয় ভূমিকায় দেখেছি । বিশেষ করে রবীন্দ্রউত্তর বাংলা কবিতার ভূবনে জীবনানন্দ , সুভাষ মুখোপাধ্যায় প্রমুখের মতোই তিনি সমৃদ্ধ করেছেন স্বকাব্য সংযোজনের মধ্য দিয়ে । ড . দেবেশ কুমার আচার্য তাঁর ' বাংলা সাহিত্যের ইতিহাস'  , আধুনিক পর্বে , বুদ্ধদেব অধ্যায়ে তাঁর কবি প্রতিভা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে সুন্দর মন্তব্য করেছেন , ' তাঁর কবিতা একাধারে বিদ্রোহের , ক্লান্তির , সন্ধানের , বিষ্ময়ের , জাগরণের এবং বিশ্ববিধানে চিত্তবৃত্তির । মহাযুদ্ধোত্তর পৃথিবীর বাস্তব অভিক্ষেপ তাঁর কাব্যে সরাসরি এসে না পড়লেও আধুনিক য়ুরোপীয় ও বাংলা কাব্যকলার প্রভাবপথে অনুপ্রবেশ করেছে প্রতিশ্রুত হয়ে । এবং বুদ্ধদে...