' বিদ্রোহী ' প্রকাশের পর নিন্দুকদের প্রবল বিরোধিতার মুখে পড়েন কাজী নজরুল ইসলাম। আরিফুল ইসলাম সাহাজি ।
কাজী নজরুল ইসলামের অমর কালজয়ী কবিতা ' বিদ্রোহী ' । ১৯২১ - এর ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতার তালতলা লেনের বাসাবাড়িতে একদিন একটি নিঃশব্দ বিস্ফোরণ ঘটল । কবি লিখলেন , ' বল বীর বল উন্নত মামা শির ! শির নেহারি আমার নতশির ওই শিখর হিমাদ্রির ' । কলকাতার তালতলা লেনের ৩ /৪ সি বাড়িটি বিদ্রোহী কবিতার জন্মস্থল । দ্বিতল বাড়িটির নীচতলার দক্ষিণ পূর্ব ঘরটিতে ভাড়ায় থাকতেন কবি নজরুল ইসলাম এবং কবিবন্ধু বিশিষ্ট সমাজকর্মী কমরেড মুজাফ্ফর আহমেদ । ' বিদ্রোহী ' কবিতার প্রথম শ্রোতা ছিলেন কমরেড মুজাফ্ফর আহমদ ।' বিদ্রোহী ' কবিতা সম্পর্কে আলাপচারিতাই মুজাফ্ফর আহমেদ লিখেছেন , ' কাজী নজরুল ইসলাম তাঁর বিদ্রোহী কবিতাটি লিখেছিল রাত্রীতে । রাত্রীর কোন সময়ে তা আমি জানি না । রাত ১০ টার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম । সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমি বসেছি এমন সময় নজরুল বলল , সে একটি কবিতা লিখেছে । পুরো কবিতাটি সে তখন পড়ে শোনাল । ' বিদ্রোহী ' কবিতার আমিই প্রথম শ্রোতা । ' কবিতাটি কখন লেখা হয়েছিল , সে প্রসঙ্গে মুজাফ্ফর আহমেদ লিখেছেন , ' আমার ম...