পোস্টগুলি

Bangla kobita kobita image লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি ছিলে তাই - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তুমি ছিলে তাই মেঘান্তরালে হারিয়ে  যায়নি মিলনরসের  বর্ণমালা ;তুমি ছিলে  তাই মৃত্যুকালেও  জাগে বাঁচতে হৃদয়ের  এলবাম । তুমি ছিলে তাই  কবি পারেন সপ্নতরী  বেয়ে দুঃখের সাগরনীরে  ভাললাগার মুক্তবন্দরে  জাহাজ ভিড়াতে ;তুমি  ছিলে তাই জীবনপথে  ক্লান্ত পথিক আশ্রয়ের  খোঁজ করে । তুমি ছিলে তাই কৃষক  ফসল ফলায় মাঠে ; তুমি ছিলে তাই জীবনের  গোধূলিতেও অশক্ত হাতে  রবিঠাকুর লিখতে পারেন , তুমি ছিলে তাই বীর বিপ্লবী  সূর্যসেন হাসিমুখে পড়তে পারেন ফাঁসির  দড়ি গলাতে । তুমি ছিলে তাই  রাতের মৌনতা কাটিয়ে  নিশিপদ্ম ফোটে ; তুমি  ছিলে তাই গুরু পারেন শিষ্যের  পীড়িত হৃদয়ে জালতে  জাগরণমন্ত্র । তুমি ছিলে তাই...

প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আনন্দ আর ভাললাগা কিম্বা উল্লাসে ফেটে পড়া তোর সেই মুখচ্ছবি আজও ভেসে ওঠে মনের গহীনে । মর্মবিদারী হলেও বাস্তব তোর এই চলে যাওয়া সেটা কি অলিখিত কোন ঈশ্বরিক আদেশ নাকি শুধুই মায়া ! মিলনকুঞ্জে তোকে নিয়ে ছিল কয়েকটি মানুষের স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস তুই দেবরাজ ইন্দ্র ,আর অনন্যরা সবাই নারদ ; যে স্বর্গে একদিন  নব পল্লব উদ্গত হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই স্বর্গ আজ ভবনদীর তপ্ত সৌকতে হৃদপিন্ড ফাটা রক্ত ।

নিরাপত্তা চাই -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তরালে একাকিনী ,সুপ্তির কৌটোয়  জমেনি একটিও আধুলি..... রাক্ষুসে হাওয়ায় নিস্তব্ধ সময়  আটলান্টা থেকে ধেয়ে আসে  শতাব্দীর খিদে ,বাধা পায়  সপ্ন উচ্চারন ..... প্রচ্ছদপট রক্তে আঁকা  অক্ষরগুলো মূকবধিরের মত  তিমির রাত্রির ঘন অন্ধকার.... হৃদগগনে অশনি সংকেত  জোসনালোকিত্ রাত্রে অকারন  বজ্রপাত .... ক্ষুদ্রভেলায় অভিযাত্রী হয়েছি তাই  ফিরব না আর কাঙ্ক্ষিত চিত্রের  আলোকিত সপ্ন নিয়ে ভাঙন সমরাহে  খাটিয়ায় কাঁধ দিতে...... তারচেয়ে দুর থেকে তাপ্পী মারা ব্লাউজের  ফাঁক দিয়ে বিশ্ব কে দেখব....আর ঈশ্বর  কে বলব হে প্রভু একটু খানি নিরাপত্তা  দাও........

প্রিয় কবি : আরিফুল ইসলাম সাহাজী

সকলেই কবি নন ,কেউ কেউ কবি জীবনান্দ এর এ বাণী আমি মর্মে মর্মে উপলব্ধি করি ;শুনেছি কত ছড়া মায়ের মুখে ,মুখস্ত করেছি কত..................... হটাত যেদিন পড়ল হাতে সুকান্তের ছাড়পত্র মলাটের ছবিটির দিকে ছিলাম এক দৃষ্টে তাকিয়ে , মৃদু হাসি মুখে ,গালে হাত ;ভাবে কি কবি ? কবিতা শেষে চমকে উঠি.................................. 'এ বিশ্ব কে শিশুর বাসউপযোগী করে যাব ' আশ্চর্য একি উচচরণ - আমার চেতনায় জাগল শিহরণ ! মনে হল যেন কান পেতেছিলাম শুনতে কবির এ বাণী ,এরপর একে একে রানার ,রবীন্দ্রনাথের প্রতি ,আঠারো বছর বয়স................................ উঠল হয়ে সুকান্ত আমার ঋদায়ের আত্বীয় , চেতনার ধ্রবতারা ;ছাড়পত্র যেন দিল তুলে অজানা কবিতা রাজ্যের ছাড়পত্র মোর হাতে ।

বিপন্ন জীবন 2

ছবি
ঘাতকের দেয়া ক্ষত আর পিশাচের থেকে বাঁচতে স৉প্নিল সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল , না পারিনি সে ;উত্তাল তরঙ্গে ভেসে গেল ছোট সে চাঁদ ! মনমসজিদের দারে প্রবল জোরে টকা মারে একটি প্রশ্ন ,মহাশূন্য থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগবে আজ ?সবুজ ,সাদা , নাকি হায়েনার রক্তজমাট সেঁধিয়ে  যায়া রক্তিম গোলাপ !
ভাবনাকে একটা মাদুর দাও- আরিফুল ইসলাম সাহাজি  হৃদতারাটি বেশ জোরে বেজে উঠছে , বসনতের বাতাসের মত ভেসে যেতে  ইচছা করছে নিশিথ অনধকারের  অলিগলিতে ;জোর চিৎকার করতে ইচছা করছে - কে কোথায আছ গো ভাবনা কে একটা মাদুর দাও ! ও  বসতে চাই ;কিনতু হায কে শোনে কার কথা , হৃদগগনে তাই জমে ওঠে মেঘ আর ধূলিকনা !
হাজার বছরের জমানো পুরানো যনত্রনা -                                    ২৫ বছরের একটু বেশি সময্  ধরে এই পৃথিবীতে আছি,কিনতু পাযের তলার মাটি করমশ পিচছিল হযে যাচছে !যেকোন সময হযত পডে যেতে পারি ;অসহ লাগে,বুকের রকতো চোখের জল হযে বেরিযে আসতে চাই .                                                                                                                                                              অনেক সপনিল অনজনের গাথুঁনি ছিল হৃদযে ,কিনতু...