হাজার বছরের জমানো পুরানো যনত্রনা -                                   

২৫ বছরের একটু বেশি সময্  ধরে এই পৃথিবীতে আছি,কিনতু পাযের তলার মাটি করমশ পিচছিল হযে যাচছে !যেকোন সময হযত পডে যেতে পারি ;অসহ লাগে,বুকের রকতো চোখের জল হযে বেরিযে আসতে চাই .                                                                                                                                                     
       
অনেক সপনিল অনজনের গাথুঁনি ছিল হৃদযে ,কিনতু ভাবনার আকরগুলি জলের অভাবে বনধো কারখানাতে পরিনত হচছে ,হিযার অতল গহবরে তোলপার হাজার না বলা কথা নিযেই চলেছি রোবটের মত.                        
হাসতেও ভুলে যাচছি .........২৫ বছরের একটু বেশি সমযের জীবনে দেখে ফেলেছি হাজার বছরেরও বেশি যনতনা.......এক এক সময মনে হয নিজেকে শেষ করে দিই ,কিনতু বাবা মাযের করুন মুখ , বনসপতির মত
পাশে দাঁডানো ভাইযের ভালবাসা আমাকে আবারও ফিরিযে আনে জীবননদীর তীরে,তাই আমি বাঁচতে চাই
আমার মাযের জননো,বাবার জননো,ভাই বনের জননো.

একাকী জীবন আমাকে বেশ টানে ,আমার জীবনটা আমি আমার মত চালনা করতে চাই ; নারী শরীর হযত লোভনীয ,কিনতু নাই বা পেলাম তা...............নাইবা বাঁচলাম বিশেষ একজনের জননো , আমি বাঁচতে চাই
আমার পরিবারের জননো ,তাই আমি অবিবাহিত থাকব.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।