নুন - জয় গোস্বামী । Online Mock Test

কবি জয় গোস্বামী । ছবি ইন্টরনেট । 


সঠিক বিকল্পটি বেছে নাও । প্রতিটা প্রশ্নের মান :১

১ . নুন কবিতাটি কার লেখা ? 
       ক . সুনীল গঙ্গোপাধ্যায় 
       খ . শক্তি চট্টোপাধ্যায় 
       গ . জয় গোস্বামী 

উ . গ

২ . জয় গোস্বামী কত সালে জন্মগ্রহণ করেন ? 
         ক . ১৯৫০
         খ . ১৯৪৫
         গ . ১৯৫৪ 

উ . গ

৩ . জয় গোস্বামীর শিক্ষাগত যোগ্যতা কত দূর ? 
       ক . দশম 
       খ . একাদশ 
       গ . দ্বাদশ 

উ . খ 

৪ . কোন কাব্যগ্রন্থের জন্য জয় আনন্দ পুরষ্কার পান ? 
      ক . ঘুমিয়েছো ঝাউপাতা 
      খ . নীল দিগন্ত 
      গ . ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ 

উ . ক

৫ . কোন কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য একাদেমি পান ? 
      ক . ঘুমিয়েছো ঝাউপাতা 
      খ . নীল দিগন্ত
      গ . পাগলি তোমার সঙ্গে 

উ . গ

৬ . জয় গোস্বামীর একটি উপন্যসের নাম কি ? 
      ক . পিতা 
      খ . মাতা 
      গ . সন্তান 

উ . ক

৭ . নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ? 
       ক . ভাত 
       খ . ভূতুমভগবান 
       গ . মানুষ 

উ . খ 

৮ . ভূতুমভগবান কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ? 
      ক . ১৯৮৮
      খ . ১৯৯০
      গ . ১৯৮০

উ . খ 

৯ . নুন কবিতাটি প্রথম কোন জেলার ছোট পত্রিকাতে প্রকাশিত হয় ? 
         ক . মুর্শিদাবাদ 
        খ . নদীয়া 
        গ . ২৪ পরগনা

উ . খ 

১০ . ভূতুমভগবান কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছিলেন ? 
        ক . সুনীল গঙ্গোপাধ্যায় 
       খ . অচিন্ত্যকুমার সেনগুপ্ত
       গ . ডা. জয়ন্ত সেন 

উ . গ

১১ . বেঁচে থাকবার জন্য প্রাথমিক ভাবে মানুষের কি প্রয়োজন ? 
      ক . অন্ন বস্ত্র বাসস্থান 
     খ . খাদ্য পোশাক 
     গ . জল অন্ন 

উ . ক

১২ . কবিতা কথকের চাহিদা কেমন ? 
     ক .বেশি 
     খ . মাঝারি 
     গ . যৎসামান্য 

উ . গ

১৩ . কবিতার কথক বাঁচবার জন্য কোন দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন ? 
      ক . অন্ন বস্ত্র 
      খ . বাসস্থান জল 
      গ . বাসস্থান অন্ন 

উ . ক

১৪ . কিভাবে তাদের দিন চলে ? 
       ক . মহা সুখে 
      খ . দুঃখে 
      গ . অসুখ আর ধার দেনাতে 

উ . গ

১৫ . তাদের জীবনের ধরণ কেমন ? 
        ক . সুখের  
       খ . সুখ দুঃখে 
      গ . অসুখে 

উ . গ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।