দেশের মানুষ যাঁকেই নেতা বাছুন , তিনি যেন শিক্ষিত , সুদক্ষ রুপকার এবং অবশ্যই পরধর্ম সহিষ্ণু হন । ।
নির্বাচনের মহাযজ্ঞ চলছে , আগামী পাঁচবছর কে থাকবে ক্ষমতার অলিন্দে , তা বেছে নেওয়ার সময় এখন । কেটে যাওয়া পাঁচটি বছর কেমন গেছে , এ বিষয়ে বিলক্ষণ জ্ঞাত আছেন দেশের মানুষ । সে বিষয়ে আর কালি নষ্ট না করলেও চলে , ইতিপূর্বে সহস্র পৃষ্টা লেখা লিখে ফেলেছেন দেশের সুচিন্তকগণ । আগামী পাঁচটা বছর কেমন চললে দেশের ঐতিহ্য সন্মান অক্ষুন্ন থাকবে সেটায় মুখ্য বিষয় । তবে পিছনের দিনগুলো না ফিরলেও , পিছনের দিনগুলোকে মনে রেখেই নির্বাচন করতে হবে আগামী পক্ষকে , কেননা পাঁচটা বছর অনেক সময় । কোন অযোগ্য মানুষ দেশের শাসক হন সেটা কখনই কাম্য নয় । ভারতীয় জনতার কাছে এ নিবার্চন নিছক সমান্য বিষয় নয় , দেশ ও জাতির বিপন্নতার প্রশ্ন। দেশের মানুষকেই বেছে নিতে হবে যোগ্য নেতাকে । রাজনীতিক পরিমণ্ডলে এখন বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত মানুষের বাড়ন্তপূর্ণ উপস্থিতি লক্ষ্য করবার মত । শুধু অশিক্ষিত তবে ভদ্রস্বভাবের মানুষ হলেও মনটা একটু প্রশান্ত হত । লজ্জার এবং দুঃখের বিষয় , অশিক্ষিত তো বটে , অসামাজিক বখাটে মানুষগুলোই এখন সমাজের স্বঘোষিত মাথা । যে বা যাঁরা খুবই কষ্ট করে বাপ গেছি গো মা , গেছি গো করে ...