ইসলাম ফোবিয়া থেকেই বার বার গণহত্যার শিকার হচ্ছেন মুসলিমরা । ।
আরিফুল ইসলাম সাহাজি টানা মিনিট সতেরো রীতিমত ফেসবুক লাইভ করে সেনার পোশাকে হাজার হাজার দর্শকের সামনে বিদ্বেষপূর্ণ কুরুচিকর মানসিকতার এক নৃশংস হত্যাকারীর বীভৎসতায় হৃদয় কেঁপে উঠল । বিশ্ববাসী স্তম্ভিত হয়ে সেই নির্মমতার সাক্ষী রইলেন , শেয়ার লাইকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের মোবাইল ল্যাপটপে পৌঁছালো চোখের নিমেষে । হাতে সেমি অটোম্যাটিক রাইফেল , মসজিদের একঘর থেকে অন্য ঘরে দাপিয়ে বেড়াচ্ছে এক নরখাদক । নামাজরত মুসুল্লিরা হঠাৎ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অসহায়ের মত এদিকে ওদিকে ছুটতে লাগলেন । হত্যাকারীর হৃদয় মুসলিম বিদ্বেষে ভরপুর , এত রক্ত দেখেও কাঁপলো না তার কঠিন হৃদয় , অবিশ্রান্তভাবে বুলেট তাগ করল নিরীহ মসজিদে জুম্মাহের নামাজ পড়তে আসা শান্তিপ্রিয় মানুষগুলোর উপর । সোশাল মিডিয়াও বসে থাকল ঠুঁটোজগন্নাথের মত , থামাতে পারল না , এই নিষ্টুর হত্যাযজ্ঞের লাইভ স্ট্রিম ।সমালোচনার মুখে মার্ক জুকারবার্গের ফেসবুক , সেটা স্বাভাবিকও বটে । প্রশ্ন উঠছে কিভাবে এমন নারকীয় হত্যাযজ্ঞের লাইভ ভিডিও ফেসবুকের স্ক্যানারকে ফাঁকি দিল ? নজরদারি দলের ভূমিকা মোটেও সন্তোষজনক নয় । যদিও পরবর্তীতে বীভৎস সেই ভিডিও দৃ...