পোস্টগুলি

সাহাবীদের জীবনী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আরবদের আফ্রিকা বিজয়ের একটি অনিন্দ সুন্দর কাহিনী - প্রতিবেদক :আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তৃতীয় খলিফা হযরত উসমান (রাঃ) তখন সমগ্র মুসলিম জাহানের রাষ্টীয় প্রধান ।ইসলাম প্রচার এবং প্রসারের গুরু দায়িত্ব তাঁর পবিত্র কাঁধে ।আফ্রিকার পুরো ভূখণ্ড তখনও ইসলাম সাম্রাজ্য ভুক্ত হয়নি ।ভূ মধ্য সাগর তীরবর্তী একটি পরাক্রমশালী নগর হিসাবে খ্যাত ছিল তারাবেলাস নামক নগরটি ।রাজা জার্জিস এর রাজধানী নগর এটি । বলাবাহুল্য ইসলাম তখন অপ্রতিরোধ্য একটি শক্তি ।একে একে বিশ্বের পুরোভাগের একটা বৃহৎ অংশ তখন ইসলাম সাম্রাজ্য ভুক্ত ।কিন্তু পরাক্রমশীল রাজা জার্জিস মুসলিমদের সমুখে এক বিরাট প্রতিরোধ গড়ে তোলেন ।তিনি প্রায় ১ লাখ ২০ হাজার সেপাই নিয়ে মুসলিম সেনাপতি আবদুল্লাহ ইবন সাদ (রাঃ) মুখোমুখি হন ।রাজা জার্জিস নিজে সামনে থেকে সেনাবাহিনী পরিচালিত করতে থ...