দাঙ্গার দিনগুলো - আরিফুল ইসলাম সাহাজি
দাঙ্গার ছবি ॥ রক্ত ।রক্ত ।রক্ত পিপাসু হয়ে উঠেছে হায়েনা গুলো ।টেঙ্কি টেঙ্কি রক্ত চাই ওদের ।লাল তাজা রক্ত ।সৌমেনের চিৎকার আজও শুনতে পায় আলামিন ।সৌমেন -শরীফ -মুকুল -দিলীপ - আলাপনরা নৃশংস ভাবে খুন হয়েছে ।ঘৃণার সাথে উচ্চারিত হয় আজ ওদের নাম ।কেউ কোনদিন জানতেই পারবে না কতবড় আত্মবলিদান করে আজ ওরা চির নিদ্রায় ঘুমিয়ে আছে শ্মশান ও কবরে । যেদিন সৌমেন বলেছিল কিছু করতে হবে ভাই ।বড় বিপদ আর বসে থাকলে চলবে না ।দাঙ্গা ক্রমশ ছড়িয়ে পড়ছে ।এক্ষুনি কিছু করতে হবে ।সেদিনের কথা এখনও পরিষ্কার মনে পড়ে আলামিনের ।বদউদ্দিন চাচা খুন হন বামুন পাড়ার মানিক চক্রবর্তীর হাতে ।আগুনে ঘৃতাহূতির মত দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ল ।মুসলমান পাড়া উত্তাল ।আলামিন খুব ভয় পেয়েছিল সেদিন ভিড়ের মাঝে সৌমেনকে দেখে ।অতি উৎসাহি কিছু মুসলিম যুবক কাফের কাফের বলে সৌমেনের দিকে তেড়ে আসে ।সৌমেনের মুখ আজও দেখতে পায় আলামিন ।সে মুখের অভিব্যক্তি ভাবলেশহীন ।তবে কঠিন দৃষ্টি ।আমাকে মেরে ফেলুন ।তবুও ভায়ে ভায়ে এ রক্তের হোলি বন্ধ করুন ।সৌমেনের সেই করুন আর্তি চোখ বন্ধ করলে আজও শুনতে পায় আলামিন । সৌমেনের কথা সেদিন শোনেনি কেউ ।লাশ পড়েছিল অন...