পোস্টগুলি

বন্দি জীবন । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লকডাউনে বন্ধ সবজি হাট ! কৃষিজ ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক সমাজ ।

ছবি
গ্রামীণ সমাজের মানুষ হওয়ার অভিজ্ঞান থেকেই '  ভারতবর্ষ 'কে খুব ভালো করে চিনতে শিখেছি । যাঁরা শুধুমাত্র শহুরে রাস্তার আলোক ঝলকানিকে দেশ বোঝেন , তাঁরা ভারতবর্ষের আসল রুপ দেখেননি বললে খুব একটা ভুল বলা হবে  না । গ্রামের মাঠ ঘাট , নদী নালা , পশুপাখির ঐক্যতান ব্যতীত দেশের আসল রুপ কখনই ভাস্বর হতে পারে না , এ কথা জোর দিয়ে বলতে গবেষণার ছাত্র হওয়ার দরকার নেই  । গ্রামীণ ভারতের কথা বলতে গেলেই মাঠভরা সবুজের ছয়লাপ ধানজমি , সরষে খেতের  হলুদ ফুল বাগানের সামনে দাঁড়িয়ে প্রকৃতিক সৌন্দর্যের কাছে নত মস্তক হওয়া , দুই মানুষ সমান পাটখেতের  মধ্যে লুকোচুরি খেলবার আস্বাদ , রহিম চাচার পান্তাভাত থেকে শুকনো লঙ্কা নিয়ে সোনা বাগদীর পান্তা খাওয়া । একটি দেশের মধ্যে এ যেন আলাদা আরও একটা স্বদেশ , এখানে আলোর ঝলকানি নেই , আছে কৃষক বাবার মাটি মাখা বুকে সন্তানকে জড়িয়ে ধরার ঈশ্বরিক প্রশান্তি ।  গ্রামীণ সমাজের এই প্রশান্তময় চিত্ররুপের আদলগত কিছুটা বদল লক্ষ্য করা যাচ্ছে । নব্যপ্রজন্ম যাঁরা কৃষক বাবার প্রতিনিধি হিসাবে উত্তরাধিকার বহন করার তাগিদে হালের বলদ নিয়ে ছুটবেন মাঠে , সেই নতুন প...