ইতিহাসে এক পৃথিবী বেনোজল , অপসময়কে জানতে সাহিত্য পাঠই উত্তম । লিখছেন আরিফুল ইসলাম সাহাজি ।
মহামতি প্লোটো তাঁর দার্শনিক অনুভূতি থেকে উপলব্ধি করেছিলেন এক চিরন্তন শাশ্বত সত্য । তিনি বলেছিলেন , সাহিত্য অনেকাংশেই সত্যের কাছাকাছি । ইতিহাসের চেয়েও । [Poetry is Nearer to vital truth than History ] বিষয়টি চিরন্তন সত্য । সর্বকালেই বন্ধ্যা কিম্বা অপসময় যায় বলা হোক , অব্যবস্থা এবং অরাজকতাপূর্ণ সময়ে ইতিহাস বিকৃত হওয়ার ঘটনা দুর্লভ নয় , বরং অতীতে এবং বর্তমানেও লক্ষ্য করা গেছে । সাহিত্য এমন একটি মাধ্যম যার বিকৃতি কিম্বা রক্তচোখ দেখিয়ে সত্যপথ থেকে পশ্চাৎসরণ করানো প্রায় অসম্ভব । তবে সকল সাহিত্যসাধকই যে সত্য সুন্দরের পূজারী হবেন , এমন মত প্রতিষ্ঠা করবার সাহস বোধহয় কোন সাহিত্যসমালোচকই দেখাবেন না । কিছু পাঁজরহীন কবি সাহিত্যিক নামের অকবি অলেখক থাকবেন , অতীতে ও ছিলেন , এখনও ব্যাপকভাবেই আছেন । সর্বযুগেই এদের উপস্থিতি লক্ষ্য করা যায় । যাঁরা ভয়ভীতি কিম্বা পুরস্কারের লোভে নিজেদের বিকিয়ে দেন । অপরাধ করেন । দেশ কাল ও সময়কে ধারণ করবার যে গুরুদায়িত্ব তাঁর উপর অর্পিত ছিল , সেই সত্য সুন্দরের বাণী প্রচারের যে অক্ষমতা তাঁদের মধ্যে দেখা গেল , সে জন্য তাঁরা অবশ্যই নিন্দিত হ...