পোস্টগুলি

bangla biroher kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতার জন্ম হবে !- আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ছাত্র পিটিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির পথে ,গতি বাড়িয়েছি সামনেই তেচাকা যন্তদানব উঠতে যেতেই মুখোমুখি ফেলে আসা অতীত । অপর সময় হলে হয়ত হাঁটতাম যে যার নিজের পথে ,আকস্মিক তাই পাশাপাশি বসা ,দু পাশে দুই অচেনা ,মাঝে আমরা , হয়ত একদিন ভাল ভাবে চিনতাম ,কতবার কবিতার রূপকল্প হয়ে উঠেছে ওর মুখটা । আজ পাশের অচেনাদের মত সহ্স্র মিলিয়ন দুরত্ব , নিয়তি আকস্মিক দুজনকে পাশাপাশি বসিয়ে ক্রুর হাসি হাসছে ! অসস্তি ,একটা গুমোট বাতাস দমবন্ধ করতে চাইছে । হালকা হওয়ার চেষ্টা ,যেন কিছুই হয়নি এরূপ কিছু জিজ্ঞসা ! আলাপন নিয়ে অহেতুক নাড়াচাড়া ,চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা , বার দুয়েক অনিচ্ছাকৃত শারীরিক স্পর্শ ,স্মৃতিরা শ্রাবণবরিষণ হয়ে হৃদি চিমনির উস্ম ধোঁয়াকে শীতলতার প্রলেপ দিতেই বুঝলাম একটা কবিতার জন্ম ...

বয়স বাড়ছে ! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বয়স বাড়ছে ,একটা দিন ,মাস ,বছর , জীবনের ইনিংসে শুধুই সিঙ্গেল , চার ছয় মারা হয়ে ওঠেনি আজও , কয়েকবার তো আনাড়ি ফিল্ডার এর সৌজন্যে আউট হতে হতে বাঁচা ! বয়স বাড়ছে !অন্তরপুরে চিরন্তন হাহাকার , হৃদয়ে ক্ষত ,হৃদপিন্ডে বাড়ছে রক্তচাপ কিডনিতে হয়ত একটা পাথর জমেছে , মস্তিষ্কে দিগন্তহীন ঝড় । বয়স বাড়ছে ! পৃথিবীটাও কেমন যেন পাল্টে যাচ্ছে , সব যেন ঘোলাটে ,একটা রঙ বড় হয়ে উঠছে , কঙ্কালসার নিস্তব্ধ সময়..... সন্ধাতারারা লজ্জা পাই ,চাঁদের কলঙ্ককে হার মানায় । বয়স বাড়ছে ! বাড়ছে কলমের ধার প্রেমের কবিতা লিখতে পারিনা আর , চার ছয় মারতে এলোমেলো বাটন ঘোরায় , ইয়ারকার ,গুগলি ,বাউন্স ধেয়ে আসে বার বার জীবনের ইনিংসে টিকে থাকা দায় ! এবার একটু বিরতি দরকার....