কবিতার জন্ম হবে !- আরিফুল ইসলাম সাহাজি
ছাত্র পিটিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির পথে ,গতি বাড়িয়েছি সামনেই তেচাকা যন্তদানব উঠতে যেতেই মুখোমুখি ফেলে আসা অতীত । অপর সময় হলে হয়ত হাঁটতাম যে যার নিজের পথে ,আকস্মিক তাই পাশাপাশি বসা ,দু পাশে দুই অচেনা ,মাঝে আমরা , হয়ত একদিন ভাল ভাবে চিনতাম ,কতবার কবিতার রূপকল্প হয়ে উঠেছে ওর মুখটা । আজ পাশের অচেনাদের মত সহ্স্র মিলিয়ন দুরত্ব , নিয়তি আকস্মিক দুজনকে পাশাপাশি বসিয়ে ক্রুর হাসি হাসছে ! অসস্তি ,একটা গুমোট বাতাস দমবন্ধ করতে চাইছে । হালকা হওয়ার চেষ্টা ,যেন কিছুই হয়নি এরূপ কিছু জিজ্ঞসা ! আলাপন নিয়ে অহেতুক নাড়াচাড়া ,চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা , বার দুয়েক অনিচ্ছাকৃত শারীরিক স্পর্শ ,স্মৃতিরা শ্রাবণবরিষণ হয়ে হৃদি চিমনির উস্ম ধোঁয়াকে শীতলতার প্রলেপ দিতেই বুঝলাম একটা কবিতার জন্ম ...