পোস্টগুলি

পত্রযুদ্ধ । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দয়া করুন , এঁকে দিল্লি ফিরিয়ে নিয়ে যান , এবং লকডাউন করুন । রাজ্যপাল সম্পর্কে মহুয়া মৈত্রের টুইট ।

ছবি
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যবাসি । করোনার ছোবল কেড়ে নিচ্ছে অনেকেরই প্রাণ । একটা আতঙ্ক ভর করেছে রাজ্যবাসীর মন ও শরীরে । এমন এক নিয়তি পীড়িত সময়ে , করোনা  আবহেই নজির বিহীন ভাবে সংঘাতে জড়িয়ে পড়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্যপাল ধনকড় ।  চলছে  পত্র যুদ্ধ । কেউ লিখছেন ১৪ পাতার চিঠি কেউবা উত্তর দিচ্ছেন পাঁচ পাতায় ।এই মহামারীর  দুর্যোগময় ভয়াবহ সময়ে তা রাজ্যবাসীর কাছে একেবারেই কাম্য নয় ।   রাজ্যপালের এই প্রতি সক্রিয়তা অনেকেই সংবিধানের পরস্পরবিরোধী বলে মনে করছেন ।  রাজ্যপাল কোন সমন্তরাল প্রশাসন চালাতে সক্ষম নন , বলেও বিশিষ্ট জনেরা অভিমত প্রকাশ করেছেন । তিনি মুখ্যমন্ত্রী এবং তার এ্যাডভাইজারী কমিটি দ্বারা নিয়ন্ত্রিত ।  তৃণমূল সাংসদ মহুয়া মিত্র রাজ্যপালকে আক্রমণ করে একটি টুইট করেছেন । তিনি লিখেছেন,  এখন মহামারীর বিরুদ্ধে লড়াই করছি । রাজভবন এ বসা এক উকিলের জেরা এবং উত্তর দেওয়া কিংবা মজা করবার সময়  এখন নয় । নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কে অনুরোধ দয়া করুন । এঁকে  দিল্লি ফিরিয়ে নিয়ে যান এবং লগডাউন...