সাহিত্য উপলব্ধি : আব্দুল করিম সাহিত্যবিশারদ :বাংলা সাহিত্যের প্রায় দেড়শতাধিক কবিকে আবিষ্কারের কৃতিত্ব একা তাঁর । এক দিকপাল বাঙালিকে নিয়ে লিখেছেন প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।
জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন - ' বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই যে বায়ু সাগরে আমরা ডুবে আছি , তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে এখানে কত বড়ো সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে রয়েছে । ' দুঃখের বিষয় ,বাংলার মাঠ ঘাট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র সাহিত্য আকরের একটা বিরাট অংশের ভাগ্যে জোটেনি পাঠক সমাদর । অনাদরে অন্ধকারেই থেকে গেছে সেই সকল বিলুপ্তপ্রায় কাব্য , কবিগণ এবং তাঁদের কাব্যিক প্রবাহ সমূহ । পরবর্তীতে কৌতূহলী গবেষকের অনুসন্ধানীমূলক গবেষণার ফলেই যুগের পর যুগ অবহেলিত সেই সকল কাব্যের নব মুদ্রণ ভাগ্য জুটেছে । যেকোন আবিষ্কারের পিছনে গবেষকের নিষ্ঠা এবং অমানুষিক পরিশ্রম থাকে । বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ' চর্যাপদ' এবং পরবর্তীকালে ' শ্রীকৃষ্ণকীর্তন ' কাব্য নিবিড় গবেষণার ফলেই পাঠক সমাজে উন্মুক্ত হয়েছে । তাছাড়াও , মধ্যযুগীয় নানাবিধ মূল্যবান সাহিত্য আকর আবিষ্কারের পিছনে গবেষকগণের এক সামুদ্রিক সদিচ্ছাই অবাক হতে হয় । রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে লালন ফকিরের সরাসরি সাক...