পোস্টগুলি

যিনি মনীষী : শ্রেষ্ঠ জ্ঞানী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

' শিবজ্ঞানে জীব সেবা ' এই উপলব্ধিতেই নরেন্দ্রনাথ হয়ে উঠেছিলেন বিবেকানন্দ । এই বিষয়ে লিখেছেন আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ভারতভূমিতে  যুগে যুগে আবির্ভূত  হয়েছেন  সহস্র পবিত্র আত্মা , এই মহামানবগণের আবির্ভাবক্ষণ   আমাদের  প্রাচীন ঐতিহ্যময়ী সভ্যতাকে বারংবার দিয়েছে  গৌরবময় অমৃত আস্বাদ । ' ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ' এই আপ্তবাক্যের অনুগত হয়েই তাঁরা দেশ ও জাতির সেবায় উৎসর্গ করেছেন স্বজীবনের সবটুকু অংশ  । প্রবন্ধটিতে এক মহাজীবনকে নিয়ে সমান্যতম আলোকপাত করবার  প্রচেষ্টা হৃদয়ের গভীর থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে অনুভূত হয় এই কলমকারের , যিনি  আর্ত গণমানুষের জীবনের অমাবস্যাক্ষণে পূর্ণিমার চাঁদের মত আলোকময় করে রাঙিয়ে  দিয়ে গেছেন স্ববিবেকময় প্রভায় ।পাঠকের বোধহয় বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় , আমরা সিদ্ধপুরুষ স্বামীবিবেকানন্দের মহাজীবনের অমৃতকুম্ভের আস্বাদ নেওয়ার কথা বলছি । মানবতাকে মানবসভ্যতার মূল শিকড়ে শক্তভাবে প্রোথিত করবার লক্ষ্যই স্বামীজির জীবনপ্রবাহের প্রতিটা অমূল্যক্ষণ ব্যয়িত হয়েছে । আসলে তাঁর ধর্ম - দর্শন -আধ্যাত্মচিন্তার পরিমিত আবহের সবটুকু অংশ জুড়েই ছিল মানুষের কল্যাণময় জীবনের কার্পেট বিছানোর প্রক্রিয়া । স্বগুরু রামকৃষ্ণ পরমহংস...