পোস্টগুলি

adhunik bangla kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দেয়াল লিখন -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আকাশে বাতাসে প্রতিটিক্ষণে আজ যেন শবপ্রদশর্নী মানস জাগৃতির অমানিশায় সেজে উঠেছে পৃথিবী... রুক্ষপ্রান্তর আজ রক্তে ভেজা ,হুঙ্কার শব্দ সর্বত্র রনিত মানবতার জয়গান আজ অপেক্ষার ফুল... সংবাদপত্র আজ খুলি না আর ,দেখে দেখে বড় ক্লান্ত ক্রুব্দ জনসমুদ্রের যন্তনাসিক্ত উন্মাদনা ; একাকিত্বের দ্বীপে আমরা বড় একা.... যন্তনাত্র সময়ে গণকবরের গর্ভে প্রতিধ্বনিত হয় শতাব্দীর যুগযন্তনা ,অসহদহন আর জাতপাতের খেলা.... আহত হরিণীর মত প্রাণপণ বাঁচবার চেষ্টা ,এক লহমায় শেষ জীবনের জয়গাথা ;বিকালে সূর্যের রক্তিম আভা আর কুয়াশার দীর্ঘশ্বাসের অন্তরালে চাপা পড়ছে মানবতা..... রাষ্ট্র ,বিপ্লব ,মৌলবাদ ,ভ্রষ্টাচার ,অন্ধকার যা কিছু মানুষ ও মানবতাবিরোধী , তার বিরুদ্ধে দাঁড়িয়ে সংশপ্তক এর ভূমিকা পালন করা দরকার ;দুপা বেয়ে ঝরুক রক...
অনন্ত জীবন - রবীন্দ্রনাথ ঠাকুর অধিক করি না আশা, কিসের বিষাদ, জনমেছি দু দিনের তরে-- যাহা মনে আসে তাই আপনার মনে গান গাই আনন্দের ভরে। এ আমার গানগুলি দু দণ্ডের গান রবে না রবে না চিরদিন-- পুরব-আকাশ হতে উঠিবে উচ্ছ্বাস, পশ্চিমেতে হইবে বিলীন। তোরা ফুল, তোরা পাখি, তোরা খোলা প্রাণ, জগতের আনন্দ যে তোরা, জগতের বিষাদ-পাসরা। পৃথিবীতে উঠিয়াছে আনন্দলহরী তোরা তার একেকটি ঢেউ, কখন উঠিলি আর কখন মিলালি জানিতেও পারিল না কেউ। নাই তোর নাই রে ভাবনা, এ জগতে কিছুই মরে না। নদীস্রোতে কোটি কোটি মৃত্তিকার কণা ভেসে আসে, সাগরে মিশায়-- জান না কোথায় তারা যায়! একেকটি কণা লয়ে গোপনে সাগর রচিছে বিশাল মহাদেশ, না জানি কবে তা হবে শেষ! মুহূর্তেই ভেসে যায় আমাদের গান, জান না তো কোথায় তা যায়! আকাশের সাগরসীমায়! আকাশ-সমুদ্র-তলে গোপনে গোপনে গীতরাজ্য হতেছে সৃজন, যত গান উঠিতেছে ধরার আকাশে সেইখানে করিছে গমন। আকাশ পুরিয়া যাবে শেষ, উঠিবে গানের মহাদেশ। নাই তোর নাই রে ভাবনা, এ জগতে কিছুই মরে না। কাল দেখেছিনু পথে হরষে খেলিতেছিল দুটি ভাই গলাগলি করি দেখেছিনু জানালায় নীরবে দাঁড়ায়েছিল দুটি...

আমি যেন পিতা _ আরিফুল ইসলাম সাহাজি

ছবি
লিখব না ! কি হবে লিখে : কমবে কি আঁধার ? তবে ডায়রির সাদা পাতা লোভ দেখায়                উপুড় হয়ে থাকা হৃদয়কে                 জাগিয়ে তুলি আবার একটা একটা করে শব্দ বসায় উপমা : অলংকার দিয়ে সাজায়                   আমি যেন পিতা                    কবিতা আমার সন্তান । নিজ সন্তানকে রোজ সাজিয়ে তুলি থাকি পাত্রপক্ষের অপেক্ষায় । কবিতা আমার সন্তান 

সিন্দুক ভাঙব আয় ! _ আরিফুল ইসলাম সাহাজি

তোকে ছুটি দেব ! কাছে ডাকব না আর ! বলব না একবারটি আয় , আমার যন্তনা দুঃখ কষ্ট গুলো গায়ে মাখ...... ঈষৎ ঘোলাটে সময় এখন বোধহয় ! তোকে সঙ্গে নিয়ে হেঁটেছি হাজার পথ , অন্ধকার কমলো কই বল ? কালের সিন্দুকে নাকি তোলা আছে সব , দম আটকে মরবার কল ! এখনো কি হয়নি সময় তালা ভাঙবার ? সিন্দুক ভাঙব আয়.......

জীবন্ত ফসিল - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অসুস্থতা বাড়ছে !চামড়া ভেদ করে শিরগুলো উঁকি দিচ্ছে , রুক্ষ্মতা ,স্নায়ু দূর্বলতার ফেনুস শরীরকে করে তুলছে জীবন্ত ফসিল ! অসুস্থতা বাড়ছে !উত্কণ্ঠা নির্দ্রাহীনতার রূপ নিয়েছে , দেহনদী জল্প্পতায় ভুগছে , অবসাদ আর হতাশা শরীরকে করে তুলছে জীবন্ত ফসিল ! অসুস্থতা বাড়ছে !হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ , নিঃশব্দের তর্জনীতে সময়ের জলছবি , সামনে মৃত্যুদ্বার ;পীড়িত মুখ :পাঁজরের দাঁড়ে অসহ দহন.......... যুগযন্তনার শব্দিত তান্ডব অন্তঃসারহীন ভবনদীকে করে তুলছে জীবন্ত ফসিল !

আমার শরীর ভাল নেই - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আমার শরীর ভাল নেই ঘুন ধরা সমাজের মত রোগগ্রস্ত হয়ে পড়ছি ক্রমশ......... অল্পতেই মেজাজ হারিয়ে ফেলি , নিজের মত সর্বজনীন করতে চাই , ভেঙে ফেলতে চাই অপরের আবেগ ,অনুভূতি আর মূল্যবোধ.............. আমার শরীর ভাল নেই সুস্ত মানুষ দেখলে রক্ত জ্বালা দেয় ,আমার রোগ জীবাণু ওর দেহে ও সঞ্চারিত হোক..... খিট খিটে হয়ে যাচ্ছি আমি কেন রোগ ছড়াচ্ছি কেউ জানতে চাইলে মেজাজ বিগড়ে যায় তোমার বলে কিছুই নেই রোগগ্রস্ত হলেও আমার সবকিছুই তোমার !

তুমি ছিলে তাই - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তুমি ছিলে তাই মেঘান্তরালে হারিয়ে  যায়নি মিলনরসের  বর্ণমালা ;তুমি ছিলে  তাই মৃত্যুকালেও  জাগে বাঁচতে হৃদয়ের  এলবাম । তুমি ছিলে তাই  কবি পারেন সপ্নতরী  বেয়ে দুঃখের সাগরনীরে  ভাললাগার মুক্তবন্দরে  জাহাজ ভিড়াতে ;তুমি  ছিলে তাই জীবনপথে  ক্লান্ত পথিক আশ্রয়ের  খোঁজ করে । তুমি ছিলে তাই কৃষক  ফসল ফলায় মাঠে ; তুমি ছিলে তাই জীবনের  গোধূলিতেও অশক্ত হাতে  রবিঠাকুর লিখতে পারেন , তুমি ছিলে তাই বীর বিপ্লবী  সূর্যসেন হাসিমুখে পড়তে পারেন ফাঁসির  দড়ি গলাতে । তুমি ছিলে তাই  রাতের মৌনতা কাটিয়ে  নিশিপদ্ম ফোটে ; তুমি  ছিলে তাই গুরু পারেন শিষ্যের  পীড়িত হৃদয়ে জালতে  জাগরণমন্ত্র । তুমি ছিলে তাই...

প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আনন্দ আর ভাললাগা কিম্বা উল্লাসে ফেটে পড়া তোর সেই মুখচ্ছবি আজও ভেসে ওঠে মনের গহীনে । মর্মবিদারী হলেও বাস্তব তোর এই চলে যাওয়া সেটা কি অলিখিত কোন ঈশ্বরিক আদেশ নাকি শুধুই মায়া ! মিলনকুঞ্জে তোকে নিয়ে ছিল কয়েকটি মানুষের স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস তুই দেবরাজ ইন্দ্র ,আর অনন্যরা সবাই নারদ ; যে স্বর্গে একদিন  নব পল্লব উদ্গত হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই স্বর্গ আজ ভবনদীর তপ্ত সৌকতে হৃদপিন্ড ফাটা রক্ত ।

নিরাপত্তা চাই -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তরালে একাকিনী ,সুপ্তির কৌটোয়  জমেনি একটিও আধুলি..... রাক্ষুসে হাওয়ায় নিস্তব্ধ সময়  আটলান্টা থেকে ধেয়ে আসে  শতাব্দীর খিদে ,বাধা পায়  সপ্ন উচ্চারন ..... প্রচ্ছদপট রক্তে আঁকা  অক্ষরগুলো মূকবধিরের মত  তিমির রাত্রির ঘন অন্ধকার.... হৃদগগনে অশনি সংকেত  জোসনালোকিত্ রাত্রে অকারন  বজ্রপাত .... ক্ষুদ্রভেলায় অভিযাত্রী হয়েছি তাই  ফিরব না আর কাঙ্ক্ষিত চিত্রের  আলোকিত সপ্ন নিয়ে ভাঙন সমরাহে  খাটিয়ায় কাঁধ দিতে...... তারচেয়ে দুর থেকে তাপ্পী মারা ব্লাউজের  ফাঁক দিয়ে বিশ্ব কে দেখব....আর ঈশ্বর  কে বলব হে প্রভু একটু খানি নিরাপত্তা  দাও........

তুমি আসবে তাই...........-আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ইস্পাত কঠিন অন্ধকার সরিয়ে ঘর্মাক্ত শরীরে তোমার অপেক্ষায়............ তিমির রাত্রির একাকি অভিসার  দুর দুর বহুদুর হেঁটেছি শুধু  তোমার ভালবাসার আশায়........ অন্ধসময়সংহিতায় চারদিক  হাহাকার ,তোমাকে পাশে   আজ বড় দরকার ............... তুমি বনলতা ,সুচরিতা নও  তুমি আমার মানসপ্রতিমা ............ অন্তরপারাপারে রঙ্গিন কার্পেট  তুমি আসবে তাই ,তোমার আগমনে  অবসান ঘটুক হাজার অনাচার........... তুমি আসবে তাই আজও অপেক্ষায়.............

প্রিয় কবি : আরিফুল ইসলাম সাহাজী

সকলেই কবি নন ,কেউ কেউ কবি জীবনান্দ এর এ বাণী আমি মর্মে মর্মে উপলব্ধি করি ;শুনেছি কত ছড়া মায়ের মুখে ,মুখস্ত করেছি কত..................... হটাত যেদিন পড়ল হাতে সুকান্তের ছাড়পত্র মলাটের ছবিটির দিকে ছিলাম এক দৃষ্টে তাকিয়ে , মৃদু হাসি মুখে ,গালে হাত ;ভাবে কি কবি ? কবিতা শেষে চমকে উঠি.................................. 'এ বিশ্ব কে শিশুর বাসউপযোগী করে যাব ' আশ্চর্য একি উচচরণ - আমার চেতনায় জাগল শিহরণ ! মনে হল যেন কান পেতেছিলাম শুনতে কবির এ বাণী ,এরপর একে একে রানার ,রবীন্দ্রনাথের প্রতি ,আঠারো বছর বয়স................................ উঠল হয়ে সুকান্ত আমার ঋদায়ের আত্বীয় , চেতনার ধ্রবতারা ;ছাড়পত্র যেন দিল তুলে অজানা কবিতা রাজ্যের ছাড়পত্র মোর হাতে ।
ছবি
কবিতা আমার সন্তান - আরিফুল ইসলাম সাহাজী  কবিতা আমার সন্তান , আমার মন খারাপের সূর্যোদয় - আমার বিধবা দেশের  বুকফাটা আর্তনাদ আর মফস্বলী  লনটনের শিখা ; কবিতা আমার বিজন  মনের জোনাক আলো ,আর কর্মহীন  জীবনের নিভুনতো আঁচ - তাই কবিতার  সঙ্গে কথা বলা ; কবিতার জন্ন বাঁচা !