আমি যেন পিতা _ আরিফুল ইসলাম সাহাজি

লিখব না !

কি হবে লিখে : কমবে কি আঁধার ?
তবে ডায়রির সাদা পাতা লোভ দেখায়
               উপুড় হয়ে থাকা হৃদয়কে
                জাগিয়ে তুলি আবার
একটা একটা করে শব্দ বসায়
উপমা : অলংকার দিয়ে সাজায়
                  আমি যেন পিতা
                   কবিতা আমার সন্তান ।

নিজ সন্তানকে রোজ সাজিয়ে তুলি
থাকি পাত্রপক্ষের অপেক্ষায় ।
কবিতা আমার সন্তান 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।