পাঁচশত মনীষীর জীবনী : প্রথমেই হজরত মহম্মদ স: এর নাম ।
সুবোধ চক্রবর্তীর ' পাঁচশত মনীষীর জীবনকথা ' নামক বইটি পড়লাম । ৭৮০ পাতার বৃহৎ গ্রন্থটিতে তিনি সারা বিশ্বের পাঁচশত মনীষীর জীবন ও মহৎ কর্মকান্ড তুলে ধরেছেন । পাঁচশ সংখ্যাটি যেহুতু অনেকটাই বেশি , সেই তুলনায় পুস্তকটির পৃষ্ঠা সংখ্যা সামান্য হওয়ায় , স্বল্পকথায় খোদিত হয়েছে এক একজন মনীষীর মহৎ জীবনাদর্শ । ফলে বিষয়টি একটু খাপ ছাড়া লাগলেও একটি বিষয় ভীষণভাবে হৃদয়ে দাগ কাটলো , পাঁচশত মনীষীর জীবনকথায় লেখক একেবারেই প্রথমে রেখেছেন মহানবী হজরত মুহাম্মদ (স:)কে । একজন অমুসলিম লেখককে সাধুবাদ দিতেই হয় , বিশেষত বর্তমান এই অপসময়ে যখন বিশ্বব্যাপী একটা বিরাট সংখ্যক মানুষ ব্যস্ত ইসলামের কুৎসা করতে । ফলত গ্রন্থপাঠের শুভলগ্নেই গ্রন্থকারের প্রতি শ্রদ্ধার উন্মেষ হলো । অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গেই মহামানব মুহাম্মদ (স:)জীবন , দর্শন এবং মহৎ কর্মগাঁথা সহৃদয়তার সঙ্গে সুবোধ চক্রবর্তী অঙ্কন করেছেন । শুধু তাই নয় ,অবাক হতে হয় ' ( স:)' ,' (রা:)' ,' (আ:)' , প্রভৃতি সন্মানিক ইসলামিক পদগুলির ব্যবহারও লক্ষ্য করা যায় বইটিতে । দুই'য়ে এবং তিন নম্বর আলোচনায় আছেন যীশু খৃষ্ট , এবং মুসা( আ:)। ল...